ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএসের গোপন দীর্ঘ হিটলিস্ট প্রকাশ

প্রকাশিত: ০৪:০১, ১১ জুন ২০১৬

আইএসের গোপন দীর্ঘ হিটলিস্ট  প্রকাশ

আইএসের দীর্ঘ হিটলিস্ট প্রকাশ করেছে জঙ্গী গ্রুপটির মতাদর্শের অনুসারী হ্যাকার গ্রুপ ইউনাইটেড সাইবার ক্যালিফেট। তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৮ হাজার ৩শ’ ১৮ জনের নাম রয়েছে। এদের মধ্যে প্রায় ৮ হাজার যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও ব্রিটেনসহ বিভিন্ন দেশের লোকজনের নাম এ তালিকায় রয়েছে। হ্যাকার গ্রুপটি গোপন একটি মেসেজিং এ্যাপে এদের ঠিকানা ও ই-মেইল এ্যান্ড্রেস তাদের সমর্থকদের কাছে পাঠিয়েছে। খবর ডেইলি মিরর অনলাইনের। গোপন এ্যাপে আইএস সমর্থকদের প্রতি তালিকা ধরে হত্যা করে প্রতিশোধ নিতে আহ্বান জানানো হয়েছে। এ পর্যন্ত ফাঁস হওয়া আইএসের হিটলিস্টের মধ্যে এ তালিকাটিই সবেচেয় বড়। তালিকায় ৭ হাজার ৮৮৪ জন আমেরিকান, ৩১২ কানাডীয়, ৩৯ জন ব্রিটিশ ও ৬৯ জন অস্ট্রেলীয়র নাম রয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের বেশিরভাগই হয় সামরিক বা বেসামরিক কর্মচারী, রাজনৈতিক নেতা; না হয় তারকা। ইংরেজী ও আরবি ভাষায় লিখিত আইএসের এ তালিকা সম্প্রতি ফাঁস করে দিয়েছে মিডিয়া গ্রুপ ভোকেটিভ। এ গ্রুপটি ওয়েবসাইটের গোপন বিষয়গুলোর ওপর নজরদারি করে। ভোকেটিভ চলতি সপ্তাহে মেসেজিং এ্যাপ সার্ভিস টেলিগ্রাম থেকে এ তথ্য ফাঁস করে। তবে আইএসের তালিকায় ঠিক কাদের নাম রয়েছে তা প্রকাশ করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন গোয়েন্দা ফার্ম ফ্ল্যাশ পয়েন্টের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে কয়েকটি উগ্রবাদী ইসলামিক হ্যাকিং গ্রুপ মিলে ইউনাইটেড সাইবার ক্যালিফেট গঠন করে।
×