ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলারির ভাইস প্রেসিডেন্ট হতে চান সিনেটর এলিজাবেথ

প্রকাশিত: ০৪:০১, ১১ জুন ২০১৬

হিলারির ভাইস প্রেসিডেন্ট হতে চান সিনেটর এলিজাবেথ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন। সাবেক ফার্স্ট লেডি হিলারি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে একজন শক্তিশালী প্রার্থী আখ্যা দিয়ে এলিজাবেথ বলেছেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হারানোর সামর্থ্য কেবল তারই রয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। এলিজাবেথ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের মধ্যে জনপ্রিয়। বৃহস্পতিবার এমএসএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তাকে জিজ্ঞাসা করা হয়, হিলারির রানিংমেট হওয়ার ইচ্ছা তার রয়েছে কি-না। তিনি স্পষ্ট ভাষায় এর হ্যাঁ সূচক জবাব দেন। এছাড়া এদিন বোস্টন গ্লোব নামে একটি পত্রিকাকে তিনি দলের পক্ষ থেকে হিলারির পদপ্রার্থিতা সমর্থন করে বলেন, ‘হিলারির সঙ্গে আমি নির্বাচনী লড়াইয়ে নামতে চাই। আমার ইচ্ছা তিনি দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হোন, আমি চাই না রিপাবলিকান প্রার্থী ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করুক।’ এলিজাবেথ হার্ভার্ডে আইন বিষয়ে লেখাপড়া করেছেন। সম্প্রতি ট্রাম্পের সমালোচনায় তিনি বেশ উচ্চকণ্ঠ ছিলেন। হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস যেভাবে মনোনয়ন প্রতিযোগিতায় লড়েছেন তারও প্রশংসা করে এলিজাবেথ বলেন, ‘তিনি একটি চমৎকার প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছেন।’
×