ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যামেরনের বক্তব্যের প্রতিবাদ ॥ দলীয় সদস্যপদ স্থগিত রাখলেন সাবেক মন্ত্রী

প্রকাশিত: ০৪:০০, ১১ জুন ২০১৬

ক্যামেরনের বক্তব্যের প্রতিবাদ ॥ দলীয় সদস্যপদ স্থগিত রাখলেন সাবেক মন্ত্রী

ফকল্যান্ড যুদ্ধকালে মার্গারেট থ্যাচারের প্রতিরক্ষামন্ত্রী ইইউ গণভোট উপলক্ষে প্রচারাভিযানে ডেভিড ক্যামেরনের ভীতিকর বক্তব্যের কারণে তার কনজারভেটিভ পার্টির সদস্যপদ স্থগিত রেখেছেন। ওই সাবেক মন্ত্রী স্যার জন নট সতর্কবাণী উচ্চারণ করেন যে, ক্যামেরন ও জর্জ অসবোর্ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পরিণতি কী হবে সে বিষয়ে উন্মত্ত সতর্কবাণী উচ্চারণ করে বিতর্ককে বিষাক্ত করে তুলছেন। স্যার জন নট ১৯৭৯ থেকে ১৯৮৩ সালের সরকারে দায়িত্ব পালন করেন। পার্লামেন্ট সদস্য ডেরেক টমাসকে লেখা এক চিঠিতে তিনি বলেন, আমাদের নেতৃত্বের পরিবর্তন না হওয়া পর্যন্ত কনজারভেটিভ পার্টিতে তার বাৎসরিক চাঁদা প্রদান বন্ধ থাকবে। ডেরেক টমাস এখন স্যার জনের সাবেক নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। স্যার জন ডেইলি টেলিগ্রাফের সঙ্গে কথা বলার সময় ক্যামেরন ও অসবোর্নের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তারা গণভোট উপলক্ষে প্রচারাভিযানে কনজারভেটিভদের বৈরী করে তুলছেন। তিনি বলেন, ইইউ ত্যাগের জন্য যারা ভোট দিতে ইচ্ছুক তারা ‘লিটল ইংল্যান্ডার’ নন। তিনি প্রধানমন্ত্রীর এ সপ্তাহের এক মন্তব্যের প্রতি সরাসরি ইঙ্গিত করছিলেন। ইতোমধ্যে বিচারমন্ত্রী মাইকেল গোব সতর্ক করে দিয়ে বলেছেন যে, সাইপ্রাসে এখন প্রায় চার হাজার পাউন্ডে ইইউয়ের পাসপোর্ট বিক্রি হচ্ছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
×