ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিল উত্থাপন

রেলের সম্পত্তি চুরি বা দখল করলে জেল-জরিমানা

প্রকাশিত: ০৮:০৫, ১০ জুন ২০১৬

রেলের সম্পত্তি চুরি বা দখল করলে জেল-জরিমানা

সংসদ রিপোর্টার ॥ রেলওয়ের সম্পত্তি চুরি করলে বা অবৈধভাবে অর্জন বা দখল করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদ- অথবা অর্থদ-ের বিধান রেখে সংসদে একটি বিল আনা হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল-২০১৬ উত্থাপন করেন রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক। যদিও বিলটি উত্থাপনে আপত্তি তোলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। বিলে আপত্তি তুলে তিনি বলেন, কিছুদিন আগে এই সংসদে রেলওয়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণে, নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী গঠন ও নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সম্পর্কিত একটি আইন পাস হয়েছে। ওই আইনে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় ইন বিল্ড কতগুলো ফর্মুলা দেয়া আছে। সেই ফর্মুলার সঙ্গে যে বাহিনী করা হচ্ছে তার মধ্যে সাংঘর্ষিক কিছু বিষয় আছে।
×