ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:৩৭, ১০ জুন ২০১৬

ছ বি র  গ ল্প

প্রিন্টারের যন্ত্রাংশে উড়োজাহাজ ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে ১৩ ফুট লম্বা উড়োজাহাজটির পুরো শরীর তৈরি হয়েছে। পাইলট ছাড়া উড়তে সক্ষম উড়োজাহাজটির ওজনও বেশ কম। মাত্র ৪৬ পাউন্ড। জার্মানিতে অনুষ্ঠিত বার্লিন এয়ার শো’তে বিশেষভাবে তৈরি এ উড়োজাহাজটির দেখা মিলেছিল। স্মার্ট গাড়ি পাঁচ থেকে ৯ বছরের শিশুদের জন্য তৈরি ‘স্মার্ট কার্ট’ নামের এ গাড়িটি স্মার্টফোনের এ্যাপ দিয়েই নিয়ন্ত্রণ করার সুযোগ মেলে। জিপিএস ও ওয়াইফাই প্রযুক্তিনির্ভর গাড়িটির গতিবেগ, কত দূর যেতে পারবে তা আগে থেকেই নির্ধারণ করা সম্ভব। কিনতে গুনতে হবে ৬০০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি নতুন গবেষণা এ্যান্টি ড্রোন ডিফেন্স অনাকাক্সিক্ষত ড্রোন নিয়ন্ত্রণ করবে এই ডিভাইস। এ্যান্টি-ইউএভি ডিফেন্স সিস্টেম (এইউডিএম) প্রযুক্তিতে চলা ডিভাইসটি শক্তিশালী রেডিও তরঙ্গ কাজে লাগিয়ে দূরে থাকা ড্রোনের সিগন্যাল জ্যাম করার পাশাপাশি এটিকে অকার্যকর করতে পারে। ব্রিটেনের তিনটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত এ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এয়ারপোর্টে পরীক্ষা করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্টেশন (এফএএ)। কফি বানাবে এ্যালার্ম ঘড়ি এ্যালার্মের শব্দে ঘুম ভাঙলেও চোখের ঘুম যায় না। আর তাই ঘুম ভাঙানোর পাশাপাশি নিজে থেকেই গরম চা বা কফি বানাবে ‘বারিশিউর’। এ জন্য সকালে উঠে কষ্টও করতে হবে না, রাতে ডিভাইসটির ভেতর পানি, চা বা কফি ও দুধ রাখলেই হবে। সেন্সর ছাতা বাইরে রোদ উঠবে না বৃষ্টি হবে, তা নিজ থেকেই ব্যবহারকারীদের জানাবে ‘ট্যারাব্রেলা’। হাতলে থাকা বিল্ট ইন ব্যারোমিটার কাজে লাগিয়ে স্মার্ট ছাতাটি আশপাশের বাতাসের আর্দ্রতা, বাতাসের চাপ ইত্যাদি পর্যালোচনা করে আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাস জানাতে পারে। অন্ধকারে পথ চলার সময় আলোও দিতে পারে ছাতাটি। দাম ৮৯ ডলার।
×