ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেইনি ওয়েস্ট

ইন্টারনেটে প্রভাবশালী যারা

প্রকাশিত: ০৬:২৭, ১০ জুন ২০১৬

ইন্টারনেটে প্রভাবশালী যারা

আফ্রো-আমেরিকান হিপহপ তারকা কেইনি ওয়েস্ট। টুইটার-ফেসবুকে তার ভক্তের সংখ্যা প্রায় কোটির কাছাকাছি। চলতি শতাব্দীর সবচেয়ে আলোচিত আর্টিস্ট কেইনি ওয়েস্ট একাধারে গায়ক, লেখক, সুরকার, ডিজাইনার এবং উদ্যোক্তা। জয় চো টাইম ম্যাগাজিনে প্রকাশিত ত্রিশ ব্যক্তির তালিকায় আছেন একজন লাইফস্টাইল ব্লগারও। ব্লগার জয় চো আছেন জনপ্রিয় সব সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে পিন্টারেস্টে তাঁর এক কোটি ত্রিশ লাখ ভক্ত থাকাটা বিশেষভাবে উল্লেখ করতে হয়। জেমস করডেন ‘সিবিএস লেট নাইট’শো খ্যাত জেমস করডেন। সম্প্রতি ইন্টারনেটের অন্যতম এই প্রভাবশালী তারকার নাম সেরা দশে উঠে এসেছে। তিনি উপস্থাপনার পাশাপাশি অভিনয়, প্রযোজনা এবং লেখালেখির কাজ করেন। তবে তিনি মূলত একজন খাঁটি কমিডিয়ান। কমিডিয়ান হিসেবেই তার পরিচিতি। ল্যাসি গ্রিন ২০১৪ সালেই ল্যাসি গ্রিনের ইউটিউব সাবসক্রাইবার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যায়। ২৬ বছর বয়সী গ্রিন পেশায় একজন ইউটিউব ভিডিও ব্লগার। তবে তিনি নিজেকে যৌন বিষয়ের শিক্ষক হিসেবে বেশি পরিচয় দেন। বর্তমানে তিনি নারীবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছেন। ২০১২ সালে ইন্টারনেটে এক ভিডিও আপলোড করে তিনি মৃত্যুর হুমকিও পান। জোস হোলজ এবং ড্যানিয়েল লারা পুরো নাম জসুয়া হোলজ। ড্যানিয়েল তার বন্ধু। বর্তমানে ইন্টারনেটের অন্যতম প্রভাবশালী তারকা। হলিউডের পপ কালচার মানেই হোলজ এ্যান্ড ড্যানিয়েল। ডিজে খালেদ ইন্টারনেটে বর্তমানে তাঁর ভক্ত সংখ্যা ২০ মিলিয়ন। পুরো নাম খালেদ মোঃ খালেদ। ডিজে খালেদ মূলত রেকোর্ডিং প্রযোজক। তবে তার এ রকম সাফল্যের পেছনে রয়েছে ওবামাকে নিয়ে প্রচারিত এক ভিডিও। জনেথা এলজি এবং ডিরে ম্যাকিসন টুইটারে তাঁর ভক্ত সংখ্যা ৪ লাখ। এ দুই ব্যক্তিত্ব ২০১৪ সালে আমেরিকার ফার্গুসনে এক কালো চামড়ার ছাত্রকে হত্যার দায়ে আন্দোলন করেছিল। সেসময় তারা ‘উই আর দ্য প্রোটেস্টার’ নামে একটি ওর্গানাইজেশন গড়ে তোলেন। তখন থেকেই বাড়তে থাকে ইন্টারনেটে তাদের ভক্ত সংখ্যা। জে কে রাউলিং ‘হ্যারি পোর্টারে’র লেখিকা জেকে রাউলিং। ইন্টারনেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি। হ্যারি পোর্টারের কারণে পৃথিবীজুড়ে তার পরিচিতি। ফিলিক্স আরভিড উলফ শেলবের্গ সুইডেনের কম্পিউটার গেমার ফিলিক্স আরভিড উলফ শেলবের্গ। ইউটিউব চ্যানেলে তার সাবসক্রাইবারের সংখ্যা চার কোটির বেশি। ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ব্যক্তিত্বদের কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে তা নতুন করে সবাইকে দেখিয়ে দিয়েছেন দিয়েছেন ট্রাম্প। টুইটারে তাঁর ভক্ত সংখ্যা ৭ মিলিয়ন। ইন্টারনেটে জনপ্রিয়তার হিসেবে তিনি হিলারি ক্লিনটনকেও ছাড়িয়ে গিয়েছেন।
×