ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্যের টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৩, ১০ জুন ২০১৬

বিশ্বসাহিত্যের টুকরো খবর

চলে গেলেন লেখক এবং সাংবাদিক ডেভিড ল্যাম্ব চলে গেলেন লেখক এবং সাংবাদিক ডেভিড ল্যাম্ব (৭৬)। গুরুতর অসুস্থ অবস্থায় গত রবিবার আমেরিকার এলেক্সজান্দ্রিয়ায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি ১৯৭৫ সালে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের সময় হ্যানয়, সাইগনের বিশেষ প্রতিনিধি ছিলেন। এ সময় তিনি লসএঞ্জেলস টাইমসের বিশেষ বিদেশী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী জানিয়েছেন, তিনি অনেক দিন যাবত লিম্ফোমা ও খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। তিনি দুটি বই এবং দুটি ভ্রমণ কাহিনী লিখেছেন। যার প্রেক্ষাপট তার সমগ্র কর্মজীবন। তার প্রথম বই ‘দ্য আফ্রিকান প্রকাশিত হয় ১৯৮৩ সালে এবং দ্বিতীয়টি ‘দ্য এ্যারাব’ প্রকাশিত হয় ১৯৮৭ সালে। ভ্রমণ কাহিনীর শিরোনাম দুটির শিরোনাম ছিল ‘স্টোলেন সিজন; এ্যা জার্নি থ্রু আমেরিকা এ্যান্ড বেজবল’স মাইনর লিগস (১৯৯১)’ এবং ‘ওবার দ্য হিল; এ্য মিড লাইফ এসকেপ এক্রোস আমেরিকা বাই বাইসাইকেল।’ কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতা গল্পের নাম ‘কাউ এ্যান্ড কোম্পানি’। বলছি ১৯০০ সালের কথা। ভারতীয়দের তৎকালীন সময়ের সমাজ চিত্র আঁকা হয়েছে এখানে। মূলত ধর্ম, দাঙ্গা এবং গো ভক্তি নিয়ে গল্পটি বলা হয়েছে। কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। পারাশহার কুলকারনি নামের এক ভারতীয় বিজয়ী মনোনীত হয়েছে। কমনওয়েলথ ছোট গল্প প্রতিযোগিতায় এটিই প্রথম কোন নবীন ভারতীয় সাফল্য। ‘কাউ এ্যান্ড কোম্পানি’ কোন বড় গল্প বা উপন্যাস বা কোন বইয়ের নাম নয়। এটি একটি ছোট গল্পের শিরোনাম। লেখক বলেছেন, এটি তার জীবনের প্রথম লেখা গল্প। পারাশহার কুলকারনি পেশায় একজন শিক্ষক। তিনি সিঙ্গাপুরের ইয়ালে এনউএস কলেজে সমাজ বিজ্ঞান পড়ান। সাহিত্য উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ শেষ হলো এ বছরের ’হে ফেস্টিভ্যাল’। ইংল্যান্ডের ওয়েলসে মে ২৬ তারিখ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলেছে ৫ জুন পর্যন্ত। এটি সাহিত্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক পাঠকদের মিলন মেলা। হে ফেস্টিভ্যালের মূল বিশেষত্ব হচ্ছে, এখানে লেখকদের সঙ্গে আলাপ আলোচনা করার ব্যবস্থা থাকে। খুব কাছ থেকে লেখকদের সঙ্গে বসে জ্ঞানপিপাসু পাঠকগণ বুঝে নেন তার বিবাদের জায়গাটি। পৃথিবীজুড়ে কবি সাহিত্যিকদের এক ধরনের মূল্য রয়েছে। এ মূল্য আসলে গ্রহণযোগ্যতা। কবি সাহিত্যিকদের ভুবনজোড়া জনপ্রিয়তা। এর কিছুটা এদিক সেদিক হতে পারে। অনেকে নির্বাসিতও হতে পারেন, এমনকি হয়েছেন। যেমন সালমান রুশদি। তবে তাতে কি! তার মতের বিপক্ষে একদল বা গোষ্ঠীর অবস্থান থাকতে পারে তবে তার পক্ষেও প্রচুর মানুষের অবস্থান ছিল এ কথাও মিথ্যে নয়। হে ফেস্টিভ্যাল তেমনি একটি সাহিত্য মেলা। সম্ভবত এটাই লেখক পাঠকদের নিয়ে সবচেয়ে বড় আয়োজন। লন্ডনের পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট থেকে বলা হয়েছে, ছোট্ট একটি শহর হে। তবে ছোট হলে কি হবে, গুরুত্বের দিক দিয়ে এ শহরের অবস্থান অনেক ওপরে। ১৯৮৮ সালে ইংল্যান্ডের ওয়েলসে শুরু হয় হে ফেস্টিভ্যাল। প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে এ সাহিত্য মেলা। Ñটুটুল মাহফুজ
×