ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজেট আলোচনা শেখ হাসিনা দেশকে অগ্রগতির মহাসড়কে টেনে তুলেছেন

প্রকাশিত: ০৫:১২, ১০ জুন ২০১৬

বাজেট আলোচনা শেখ হাসিনা দেশকে অগ্রগতির মহাসড়কে টেনে তুলেছেন

সংসদ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী ও কল্যাণকর’ উল্লেখ করে সরকারী দলের সংসদ সদস্যরা বলেছেন, প্রস্তাবিত বাজেট বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। এই বিশাল অঙ্কের বাজেট সরকারের সততা, আন্তরিকতা, দেশাত্মবোধ এবং সাহসিকতার ফসল। আর এই সাহসিকতা নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৭ বছরেই বিএনপি-জামায়াত জোটের রেখে যাওয়া সন্ত্রাস-জঙ্গীবাদ-দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের দেশকে অগ্রগতির মহাসড়কে টেনে তুলেছেন। বৃহস্পতিবার ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সরকারী দলের সোহরাব উদ্দিন, জিল্লুল হাকিম, সানজিদা খানম, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ড. শামসুল হক ভূঁইয়া, মঞ্জুরুল ইসলাম লিটন, এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ওমীর মোস্তাক আহমেদ রবি। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর রাজনীতিতে সব চেয়ে বড় সুবিধাভোগী ছিলেন জিয়াউর রহমান। তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকার আলবদরদের ক্ষমতায় এনেছিলেন জেনারেল জিয়া। আসলে তিনি (জিয়া) যে রাজনীতিতে বিশ্বাস করতেন তা হলো অর্থ ও পেশীশক্তি। এগুলো দিয়েই তিনি ‘৭৫ পরবর্তী রাজনীতির বলয় তৈরি করেছিলেন। তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আমাদের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের চ্যালেঞ্জ বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে হবে। অতীতেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এখন ষড়যন্ত্র হচ্ছে যারা বঙ্গবন্ধুর উত্তরসূরি বেঁচে আছেন, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগা-া ছড়ানো হচ্ছে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপির মাধ্যমে সারাবিশ্বে মিথ্যা প্রপাগা-া চালানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। কারণ মিথ্যা দিয়ে বেশি দূরে যাওয়া যায় না।
×