ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমেকে অগ্নিকাণ্ড ॥ আতঙ্কে আহত ৫০

প্রকাশিত: ০৪:২৩, ১০ জুন ২০১৬

রমেকে অগ্নিকাণ্ড ॥ আতঙ্কে  আহত ৫০

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে দিগি¦দিক ছোটাছুটি করতে থাকলে ৫০ ব্যক্তি আহত হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে রমেক বড়ধরনের অগ্নিকা- থেকে রক্ষা পায়। জানা গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে (এসি) শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। প্লাস্টিক কারখানায় আগুন নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, সাভারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় ‘এবি ওভেন ব্যাগ’ নামক প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই কারখানায় বুধবার নাইট শিফটে কাজ করছিল বেশ কয়েক শ্রমিক। রাত তিনটার দিকে বৈদ্যুতিক লাইন থেকে একটি মেশিনে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনশেড কারখানাটিতে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে আগুন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, পোল্ট্রি ফার্মে আগুনে পুড়ে গেছে প্রায় ৬ হাজার মুরগি। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামে মিলন পোল্ট্রি ফার্মে এ আগুনের ঘটনা ঘটে। এদিকে আগুনে মুরগি পুড়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন পোল্ট্রি ফার্ম মালিক। জানা গেছে, ঝিনাইদহ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে পুটিয়া গ্রামে মিলন পোল্ট্রি ফার্ম। গ্রামের হতদরিদ্র সাইফুজ্জামান মিলন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে একটি পোল্ট্র ফার্ম করেন। নাম দেন মিলন পোল্ট্রি ফার্ম। সান্তাহার নিজস্ব সংবাদদাতা, সান্তাহার থেকে জানান, সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের ম-লপাড়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে চার ঘরের এক বাড়ি মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম দাবি করেছেন। পুড়ে যাওয়া বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মাস্টার্স পরীক্ষার সূচী পরিবর্তন, ২২ শিক্ষার্থী অংশ নিতে পারেননি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দৌলতপুরের সরকারী বিএল কলেজের মাস্টার্স শেষ বর্ষের ২২ ছাত্রছাত্রী অভিযোগ করেছেন, কোন নোটিস ছাড়া সময়সূচী পরিবর্তন করায় বৃহস্পতিবার তারা অর্থনীতি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তারা বলেন, যে কোন কারণে সময়সূচী পরিবর্তন হতে পারে। কিন্তু কোনভাবে সময় পরিবর্তনের বিষয়টি অবহিত করা হয়নি। এ ব্যাপারে তারা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লেখা আবেদনপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুলনার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছেন। দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুর পল্লীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের রোস্তমনগর ডুঙ্গুপাড়া গ্রামের সাহাবুদ্দীন (৪৫) জমিসংক্রান্ত দাঙ্গায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে দুপুর ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের লাশ বিকেলে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোমিনুল বাদী হয়ে প্রতিপক্ষের ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, প্রধানমন্ত্রীকে অভিনন্দন ইন্টার্ন চিকিৎসকদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। বুধবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই বিবৃতিতে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। -বিজ্ঞপ্তি
×