ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

প্রকাশিত: ০৪:২৩, ১০ জুন ২০১৬

বিরসা মুন্ডার  আত্মত্যাগ দিবস পালন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ব্রিটিশবিরোধী আন্দোলনে আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১১৬তম আত্মত্যাগ দিবস পালিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ীতে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার গোদাগাড়ীর ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন যৌথভাবে নানা কর্মসূচী পালন করে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় উপজেলার রাজাবাড়ী ডিগ্রী কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ সারওয়ার-ই-কামাল স্বপন, সিসিবিভিও’র প্রশাসনিক পরিচালক এভারিস্ট হেমব্রম, সেলিম রেজা, সংস্থার প্রকল্প সমন্বয়কারী নিরাবুল ইসলাম নিরব, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ গোদাগাড়ীর সভাপতি শ্রীকৃষ্ণ কুমার সরকার প্রমুখ। গাজীপুরে তিন ভুয়া সাংবাদিক আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে চাঁদাবাজিকালে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদের দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলোÑ নরসিংদী জেলা সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী ও ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান এবং মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে হারুন-অর-রশিদ। এলাকাবাসী ও কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তিন ব্যক্তি বুধবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি করছিল। বরিশাল বোর্ডে আরও ৫৩ শিক্ষার্থী উত্তীর্ণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলের পুনঃনিরীক্ষণে ১৬৩ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে আরও ৫৩ শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণের ফল বোর্ডের ওয়েবসাইটে দেয়ার পর এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সকালে ঘোষিত ফলে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও বেড়েছে। পুনঃনিরীক্ষণের আবেদন করে ১৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ জুন ॥ দেলদুয়ারে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ধর্ষক সোলায়মানকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সোলায়মান উপজেলার বারপাখিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ট্রেনে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান হিমেল উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। জানা যায় সকাল ৭টায় ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে। ধানখালীতে আরও বিদ্যুত কেন্দ্র না করার দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ জুন ॥ ধানখালীতে আর কোন বিদ্যুত কেন্দ্র করার জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধের দাবিতে সেখানকার ছয়শ’ মানুষ স্বাক্ষরিত এক আবেদন পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে কলাপাড়া ইউএনওর মাধ্যমে দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়ার ইউএনও মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর কাছে এ আবেদন জমা দিয়েছেন স্থানীয় লোকজন। আবেদনে তারা উল্লেখ করেছেন কয়লাভিত্তিক একটি বিদ্যুতকেন্দ্র নির্মাণ কাজ চলছে। আরও দুইটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য ধানখালী ইউনিয়নকে বাছাই করা হয়েছে। আবেদনে বলা হয়েছে ধানখালীর সকল জমি তিনফসলি এবং ঘনবসতিপূূর্ণ এলাকা। মাইক্রোর ধাক্কায় এএসআই নিহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে মাইক্রোবাস চাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম রূপন কান্তি নাথ (৪০)। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানা সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য রুপন ছিলেন পুলিশের এএসআই পদে কর্মরত। নগরীর ইপিজেড মোড়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। মোটরসাইকেলে চড়ে মোড় অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলে সেনা সদস্য নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাক চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমিল্লা সেনা নিবাসে কর্মরত সেনা সদস্য জহিরুল ইসলাম (৩০) মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সিরাজগঞ্জে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই সেনা সদস্য নিহত হয়। নিহত সেনা সদস্য জহিরুলের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল আজিজ ম-ল। রাজশাহীতে স্কুলশিক্ষক স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, নগরীর অদূরে চৌদ্দপায়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি মোহনপুর উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছিলেন। ফরিদপুরে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, আলফাডাঙ্গায় মোটরসাইকেল চাপায়. রহমত খান (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আলফাডাঙ্গা-কাশিয়ানী আঞ্চলিক সড়কে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ রহমত খান উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামের দাউদ আলী খানের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
×