ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএটিসিতে সৈয়দ আশরাফ খুন করে বাঙালীর মনে ভয় ধরানো যাবে না

প্রকাশিত: ০৪:২১, ১০ জুন ২০১৬

বিপিএটিসিতে সৈয়দ আশরাফ খুন করে বাঙালীর মনে ভয় ধরানো যাবে না

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ জুন ॥ জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাঙালীরা বীরের জাতি। আমরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। ২/১টা খুন করে বাঙালীর মনে ভয় ধরানো যাবে না। বৃহস্পতিবার দুপুরে সাভারে ‘বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র’র ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাঙালীর মনে ভয় ধরানোর জন্যই এ ধরনের হত্যাকা- ঘটনা হচ্ছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর। তারা অপরাধীদের ধরতে অভিযানও চালাচ্ছে। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এর অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরে বলেন, এ লক্ষ্য অর্জন বাংলাদেশ সিভিল সার্ভিসের অপরিহার্য দায়িত্ব। সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী, জনমুখী সিভিল সার্ভিস যারা সরকারের নীতি নির্ধারণে সহায়তা করবেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তার বাস্তবায়ন করবেন।
×