ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই শিশুসহ চার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:২১, ১০ জুন ২০১৬

দুই শিশুসহ চার  মৃতদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনা ও বরিশালে দুই শিশু, সাভানে গার্মেন্টসকর্মী এবং গাইবান্ধায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা ॥ খুলনায় বস্তাবন্দী অবস্থায় হাশমি (৯) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার কাতিকুল গ্রামের এশটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সরদারডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। শিশুটি তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল। বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মহিষকাটাখালী নদী থেকে বুধবার সন্ধ্যায় শর্মি নামের পাঁচ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের খালে পড়ে নিখোঁজ হয় শর্মি। মৃত শর্মি মহিষকাটাখালী গ্রামের ফোরকান মৃধার কন্যা। সাভার ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া থানার ঘোষবাগ এলাকার ‘সোনিয়া সোয়েটার’ কারখানার ১১ তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বুধবার কারখানায় কাজ শেষ করে শ্রমিকরা বাসায় ফিরে যায়। বৃহস্পতিবার সকালে কারখানা চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মমিনুলের মৃতদেহ দেখতে পায়। গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার গোপালপুর গ্রামের চৌধুরী ইটভাঁটিতে গাইবান্ধা-পলাশবাড়ী পাকা সড়কের পূর্ব পাশের জমি থেকে বৃহ¯পতিবার সকালে আবু তাহের চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু তাহের সদর উপজেলার খামার রঘুনাথপুর গ্রামের মোঃ দুলা চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, আবু তাহের চার মাস ধরে মানসিক সমস্যায় ভুগছে। ডাক্তার দেখানোর জন্য স্ত্রীর সঙ্গে আবু তাহের বুধবার সন্ধ্যায় বোনের বাড়ি বিষ্ণুপুর গ্রামে যায়। পরে রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
×