ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চোরাচালান পণ্য ছাড়িয়ে নিতে হামলা ॥ ৬ পুলিশ আহত

প্রকাশিত: ০৪:২০, ১০ জুন ২০১৬

চোরাচালান পণ্য ছাড়িয়ে নিতে হামলা ॥ ৬ পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চোরাচালানবিরোধী অভিযান চালাতে গিয়ে সৈয়দপুর স্টেশনে জিআরপি ও হিজড়াদের সাথে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষে ৬ পুলিশ গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ৫ হিজড়াকে আটক করে। আহত পুলিশদের সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনে একদল হিজড়া ভারতীয় অবৈধ চোরাচালানের মাল বহন নিয়ে আসছিল। সৈয়দপুর রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অবস্থান নেয় সৈয়দপুর জিআরপির অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আহসান হাবিবের নেতৃত্বে জিআরপি থানা পুলিশ। ট্রেনটি এলে জিআরপি অভিযান শুরু করে ভারতীয় মসলাসহ বিপুল পরিমাণ ভারতীয় হরলিক্স আটক করে। ট্রেনটি চলে যাওয়ার পর স্টেশনের প্লাটফর্মে হিজড়ার দল তাদের আটককৃত মাল ফেরতের দাবি জানিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ৬ পুলিশ আহত হয়। পুলিশ ৫ হিজড়াকে আটক করে। আহত পুলিশের মধ্যে সৈয়দপুর জিআরপি থানার কনস্টেবল সুজন (৩৮), রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। ৬ পুলিশকে সৈয়দপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক এম আর আলম ঝন্টু আহত হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
×