ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে আটকে নির্যাতন

প্রকাশিত: ০৪:১৮, ১০ জুন ২০১৬

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে আটকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুক না দেয়ায় পাষ- স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন দিনভর ফারহানা ইসলাম নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর মা নাসিমা বেগম মেয়েকে উদ্ধার করতে গিয়ে তিনিও নির্যাতনের শিকার হন। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূ ফারহানা ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকার আতিকুর রহমানের মেয়ে। গৃহবধূর মা নাসিমা বেগম জানান, গত ১০ বছর আগে কামশাইর এলাকার মালেক মিয়ার ছেলে শাকিল মিয়ার সঙ্গে ফারহানা ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান হয়। বেশ কয়েক দিন ধরেই শাকিল মিয়া এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছে ফারহানা ইসলামের কাছে। গত বুধবার সকালে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় দিনভর ফারহানা ইসলামকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন চালায় পাষ- শাকিল মিয়া। কৌশলে মেয়ে ফারহানা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে আটকে রেখে নির্যাতনের বিষয়টি মা নাসিমা বেগমকে জানায়। পরে মেয়েকে উদ্ধার করতে কামশাইর এলাকায় গেলে মা নাসিমা বেগমকেও শারীরিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বিতাড়িত করা হয়।
×