ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চার ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:১৭, ১০ জুন ২০১৬

চট্টগ্রামে চার ধর্ষকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মা ও মেয়েকে গণধর্ষণের অপরাধে চার ধর্ষককে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে একটি আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। একই রায়ে তাদের এক লাখ টাকা করে অর্থদ- দেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, দ-িতরা হলোÑ সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের রিদওয়ান রাহমান, আবদুর রহিম, কোরবান আলী ও রুবেল চৌধুরী। এর মধ্যে কোরবান আলী ও আবদুর রহিম হাজতে, বাকি দুই আসামি পলাতক। ২০১৪ সালের ১৪ জুন ঘটে এ ধর্ষণের ঘটনা। জানা যায়, গভীর রাতে ৫ বখাটে কেওচিয়া গ্রামের একটি ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে ধর্ষণ করে। এর মধ্যে এক আসামি ছিল অপ্রাপ্তবয়স্ক। ফলে তার বিচার ন্যস্ত করা হয় শিশু আদালতে। এ ঘটনায় ধর্ষিত মহিলা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১২ ডিসেম্বর এ মামলায় চার্জশীট দাখিল করে পুলিশ।
×