ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পানি পড়া খেয়ে অসুস্থ তিন ॥ ভণ্ড ফকির আটক

প্রকাশিত: ০৪:১৭, ১০ জুন ২০১৬

পানি পড়া খেয়ে অসুস্থ তিন ॥ ভণ্ড ফকির আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রোগীর সঙ্গে তার স্বজনদেরও জোর করে পানি পড়া খাইয়েছেন এক ভ- ফকির। ওই পড়া পানি খেয়ে তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ভ- ফকির হাচেন আলী খানকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের। জানা গেছে, উজিরপুর উপজেলার মাদারশী গ্রামের সুখরঞ্জন হালদারের কন্যা বীথি শারীরিক সমস্যা থাকায় বুধবার সন্ধ্যায় শিহিপাশা গ্রামের চান্দু খানের পুত্র কথিত ফকির হাচেন আলী খানের আস্তানায় নিয়ে আসে তার মা ও যমজ বোন। এ সময় বিথীর সঙ্গে আসা তার সুস্থ-স্বাভাবিক মা রীনা হালদার ও যমজ বোন সাথী হালদারের ওপরও জিন-পরীর আছর লেগেছে জানিয়ে ভ- ফকির হাচেন জোর করে তাদের তিনজনকেই পানি পড়া খাইয়ে, ঝাড়-ফুঁক ও তাবিজ দিয়ে চিকিৎসা দেয়। ভ- ফকিরের পড়া পানি খেয়েই রীনা ও তার দুই যমজ মেয়ে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে রীনার এক নিকটাত্মীয় ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ রীনা ও তার যমজ দু’কন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ভ- ফকির হাচেন আলী খানকে আটক করে।
×