ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৬ মাসে দুই হোমিও ডাক্তার ও এক পুরোহিত খুন

প্রকাশিত: ০৪:১৭, ১০ জুন ২০১৬

ঝিনাইদহে ৬ মাসে দুই হোমিও ডাক্তার ও এক পুরোহিত খুন

এম. রায়হান, ঝিনাইদহ থেকে ॥ মহিষা ভাগাড় বিলের হত্যাকা-ের স্থানটি খেজুরের পাতা দিয়ে চিহ্ন করে রাখা হয়েছে। এখনও কাদামাটি রক্তে লাল হয়ে আছে। রক্তের দাগ শুকাতে না শুকাতেই ঘটছে হত্যাকা-। আর হত্যাকা-ের শিকার হওয়া মানুষগুলো অত্যন্তই সাদামাটা, নিরীহ, ভাল মানুষ পরিচিত। দুর্বৃত্তরা শান্ত পরিবেশ অশান্ত করা ও দেশকে অস্থিতিশীল করতেই এসব হত্যাকা- ঘটাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঝিনাইদহে গত ৬ মাসে দুই হোমিও চিকিৎসক ও একজন পুরোহিতসহ ৪ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, হোমিও চিকিৎসক সমির উদ্দিন খাজা (৭০), হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক (৪৮) ও পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী (৭০)। এ তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করা হয়। এ ৩টি হত্যাকা-ের পর জঙ্গী সংগঠন আইএসের নামে বিভিন্ন ওয়েভসাইডে হত্যার দায় স্বীকার করা হয়। তবে এখানে আইএসের কোন অস্তিত্ব নেই, এসব হত্যাকা- টার্গেট কিলিং বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, গত ৭ জানুয়ারি সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে সমির উদ্দীন খাজাকে তার নিজ চেম্বারে ছুরি মেরে হত্যা করে দুর্বৃত্তরা। সমির উদ্দীন বিভিন্ন সময়ে ধর্মান্তরিত হন। পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। নিহত সমির উদ্দীন খাজা কালুহাটি গ্রামের সুরত আলীর ছেলে। এরপর গত ১৪ মার্চ কালীগঞ্জে রাতে নিজ হোমিও চেম্বার থেকে বাড়ি ফেরার পথে হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে কুপেিয় হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের কৃষি অফিসপাড়ার মৃত হাশেম আলী খানের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার খড়াশুনি গ্রামে। শেষে মঙ্গলবার ৭ জুন সকালে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী পাশের নলডাঙ্গা সিদ্ধেশ্বরী পূজা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহিষা ভাগাড় বিলের মধ্যে নিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, এখানে জঙ্গী সংগঠন আইএসের কোন অস্তিত্ব নেই। শান্ত পরিবেশ অশান্ত করা, দেশকে অস্থিতিশীল করার জন্য এলাকার দুর্বৃত্তরা এসব হত্যাকা- ঘটিয়েছে। তিনি বলেন, হোমিও চিকিৎসক সমির উদ্দিন ও হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক হত্যাকা-ের ক্লু পুলিশ উদ্ধার করেছে। পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকা-ের ক্লুও দ্রুত উদ্ধার হবে। দুর্বৃত্তরা খুব শীঘ্রই গ্রেফতার হবে।
×