ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুটানকে হারাতে পারলে যা পাবে বাংলাদেশ ফুটবল দল...

প্রকাশিত: ০৪:১৫, ১০ জুন ২০১৬

ভুটানকে হারাতে পারলে যা পাবে বাংলাদেশ ফুটবল দল...

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২ ও ৭ জুন এএফসি এশিয়ান কাপের প্লে অফ ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশ। কোয়ালিফাই করার জন্য তাই এই ম্যাচ দুটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুই ম্যাচেই হারে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফ হারলেও আরেকটা ‘লাইফ লাইন’ পাচ্ছে বাংলাদেশ দল। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে তাদের প্লে-অফের আরও দুটি ম্যাচ খেলতে হবে প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে। ভুটানকেও যদি হারানো না যায়, তাহলে আগামী তিন বছর- অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত এএফসি আয়োজিত কোন আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবে না বাংলাদেশ। যদি হারাতে পারে? সেক্ষেত্রে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগের অবারিত দ্বার খুলে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। বাফুফে সূত্রে জানা গেছে, ভুটানকে হারালে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে ২০১৭ সালের ২৮ মার্চ থেকে ২০১৮ সালের ২৭ মার্চ পর্যন্ত মোট ছয় ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ দল। বাছাইপর্বে ৬ গ্রুপে অংশ নেবে ৪ করে দল। সেক্ষেত্রে একটি দল হোম এ্যাওয়ে ভিত্তিতে কমপক্ষে ৬ ম্যাচ খেলার সুযোগ পাবে। এখন বাংলাদেশ যদি ভুটানকে আগামী ৬ সেপ্টেম্বর এবং ১১ অক্টোবরের ম্যাচে হারাতে পারে, তাহলে এই সুযোগটি পাবে বাংলাদেশ ফুটবল দল। আর যদি ভুটানের কাচে হারে, তাহলে মহাবিপর্যয় নেমে আসবে।
×