ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল শুরু

প্রকাশিত: ০৪:১৪, ১০ জুন ২০১৬

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১২ দল নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় ফুটবল আসর ‘ওয়ালটন ফেডারেশন কাপ।’ উদ্বোধনী দিনে ভিন্ন ম্যাচে মাঠে খেলতে নামবে দেশীয় ফুটবলের দুই পরাশক্তি এবং ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ঢাকা আবাহনী লিমিটেড। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে বিকেল ৪টায় ‘ডি’ গ্রুপে মোহামেডান মুখোমুখি হবে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টায় এতে অংশ নেবে ‘এ’ গ্রুপের দুই দল ঢাকা আবাহনী লিমিটেড বনাম আরামবাগ ক্রীড়া সংঘ। টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি করে দল গ্রুপ পর্বে পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে। তারপর চার গ্রুপের সেরা দলটি উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুন। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন। চলতি আসরটিই শুধু স্পন্সর করবে তারা। যদিও আগামী ৫ বছরের জন্য ফেডারেশন কাপ পৃষ্ঠপোষকতার ইচ্ছা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু বাফুফে তাতে রাজি হয়নি। আপাতত এক বছরের চুক্তিতেই এটা আয়োজন করতে যাচ্ছে বাফুফে, তবে ভবিষ্যতে আবারও ওয়ালটনের সঙ্গে নতুন চুক্তিতে যেতে পারেÑ এমনটাই জানিয়েছেন বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ওয়ালটন প্রধান পৃষ্ঠপোষক। এছাড়া কো-স্পন্সর হিসেবে আছে আরও চারটি প্রতিষ্ঠানÑ প্রগতি ইন্সুরেন্স লিঃ, ইস্টার্ন ব্যাংক লিঃ, ট্রেজারার সিকিউরিটি লিঃ, আইএসপি পার্টনার ‘আমরা লিঃ’। এবার ফেডারেশন কাপ মৌসুম শুরুর টুর্নামেন্ট ছিল না। আগামী মৌসুমে অবশ্য এমন ব্যত্যয় ঘটবে না বলেই জানান মুর্শেদী। ফেডারেশন কাপ শুরু উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী, শওকত আলী খান জাহাঙ্গীর, ওয়ালটনের অতিরিক্ত পরিচালক (স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), কেএফসির ঊর্ধতন কর্মকর্তা জাহিদুল আলম প্রমুখ। ফেডারেশন কাপে ‘ডেথ গ্রুপ’-এ’ পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল এবং স্বাধীনতা কাপ ফুটবলের চ্যাম্পিয়ন-দেশীয় ফুটবলের নয়া পরাশক্তি চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ১২ দল চারটি গ্রুপে ভাগ হয়ে পরস্পরের মোকাবেলা করবে। ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড। লটারি ভাগ্যে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘এ’ গ্রুপে থাকা আবাহনীর অপর দুই প্রতিপক্ষ সকার ক্লাব ফেনী এবং আরামবাগ ক্রীড়া সংঘ। গ্রুপ ‘ডি’- তে থাকা মোহামেডানের সঙ্গী হয়েছে টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গ্রুপ ‘সি’তে আছে দেশীয় ফুটবলের ‘ক্ষয়িষ্ণু শক্তি’ শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং উত্তর বারিধারা ক্লাব। টুর্নামেন্টে দর্শক টানতে সব ধরনের উদ্যোগের আশ্বাস দিয়েছেন ওয়ালটনের পরিচালক ডন। প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য পুরষ্কার রাখার পাশাপাশি টুর্নামেন্ট সেরা এবং সর্বোচ্চ গোলদাতাকে বড় আকারের ১টি করে এলইডি টেলিভিশন দেয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া দর্শকদের জন্যও লটারির চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি।
×