ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত টেস্ট হায়দরাবাদে

প্রকাশিত: ০৪:১৪, ১০ জুন ২০১৬

বাংলাদেশ-ভারত টেস্ট  হায়দরাবাদে

স্পোর্টস রিপোর্টার ॥ ষোলো বছর আগে ২০০০ সালে যখন বাংলাদেশ প্রথম টেস্ট খেলে প্রতিপক্ষ ছিল ভারত। সেই ভারতেই আজ পর্যন্ত কোন টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। অনেক আশা, স্বপ্নÑ ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। এ বছরই একমাত্র টেস্ট হওয়ার কথা। দ্বিপাক্ষিক আলোচনা, চুক্তিতে আগস্টে হওয়ার কথা ছিল একমাত্র টেস্ট ম্যাচটি। তবে আগস্টে হওয়ার কোন সম্ভাবনাই নেই। সেপ্টেম্বরে হওয়ার কথা শোনা গেলেও তা নিয়েও আছে ধোঁয়াশা। তবে ভারতে টেস্ট আদৌ খেলবে কিনা বাংলাদেশ, এ নিয়ে যে শঙ্কা ছিল তাতো দূর হয়ে গেল। ভারতের ক্রিকেট বোর্ডই বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টটি যে হবে হায়দরাবাদে, তা নিশ্চিত করেছে। তবে কবে হবে, সেই সূচী ঘোষণা করেনি। এই ভেন্যু ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা খানিকটা হলেও কাটল। বাংলাদেশের বিপক্ষে টেস্টের ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই। ভারতে প্রথমবারের মতো টেস্ট সফরে বাংলাদেশ দল একমাত্র ম্যাচটি খেলবে হায়দরাবাদে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ট্যুর প্রোগ্রাম ও সূচী কমিটির সভা শেষে ২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর ভেন্যু জানানো হয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও এখনও তারিখ ঘোষণা করা হয়নি। ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোন টেস্ট খেলেনি বাংলাদেশ। অক্টোবর-নবেম্বরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। এই দুই সিরিজের মাঝে হওয়ার কথা বিপিএল। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ ২৪ জানুয়ারি। চারটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ভারতে যাবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। হয়ত দু’দলের এই দুই সিরিজের মাঝের সময়টাতে ভারতে যাবে বাংলাদেশ। এই মৌসুমে অভিষেক হচ্ছে ভারতের নতুন ৬টি টেস্ট ভেন্যুর। রাজকোট, বিশাখাপত্তম, পুনে, রাচি, ইন্দোর ও ধর্মশালায় টেস্ট হবে প্রথমবার। এই মৌসুমে দেশের মাটিতে রেকর্ড ১৩টি টেস্ট খেলবে ভারত। এর আগে ১৩টি টেস্ট খেলেছিল তারা ১৯৭৯-৮০ মৌসুমে। বাংলাদেশের বিপক্ষেও একটি টেস্ট খেলবে ভারত। প্রথমবারের মতো ভারতের মাটিতে হায়দরাবাদে হবে টেস্টটি। আইসিসির ভবিষ্যত সফরসূচী অনুযায়ী আগামী আগস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন বিরাট কোহলিরা। চার টেস্টের সেই সিরিজ শেষ হবে ২২ অগাস্ট। শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে যাবে বাংলাদেশ। কিন্তু বিসিসিআই জানাচ্ছে, ঘরোয়া মৌসুমে সবার আগে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ড খেলবে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০। এই সময়ে তাই বাংলাদেশের বিপক্ষে টেস্টের সুযোগ সামান্যই। তারিখ নিয়ে দুই দেশের বোর্ড আলোচনা করছে। তারিখ এখনও ঠিক হয়নি। তবে হায়দরাবাদে যে খেলা হচ্ছে, তা নিশ্চিত হয়ে গেছে।
×