ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেলওয়ের জালে মোহামেডানের ১৯ গোল

প্রকাশিত: ০৪:১৩, ১০ জুন ২০১৬

রেলওয়ের জালে মোহামেডানের ১৯ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগ’-এ বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তারা ১৯-০ গোলে হারায় রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে। অপর ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের (বিএসসি) সঙ্গে। নিজেদের অষ্টম ম্যাচে এটা মোহামেডানের ষষ্ঠ জয়। পয়েন্ট ২০, যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সমান। তবে গোল গড়ে এগিয়ে থাকায় মোহামেডান টপকে গেল আবাহনীকে। সমান ম্যাচে এটা রেলওয়ের টানা অষ্টম হার, এখনও জয়হীন তারা পয়েন্ট শূন্য। এদিকে নিজেদের অষ্টম ম্যাচে এটা বিএসসির প্রথম ড্র। তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে আজাদেরও এটা প্রথম ড্র। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন দলের অধিনায়ক-ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। তিনি একাই করেন ১১ গোল। চলমান লীগে এখন পয়েন্ট টেবিলের ভিত্তিতে সুপার সিক্সে খেলার পথে এগিয়ে আছে যে ৬ দল, তারা হলোÑ ঊষা (২২ পয়েন্ট), মোহামেডান ও আবাহনী (২০), মেরিনার (১৯), ওয়ান্ডারার্স (১৪) এবং বাংলাদেশ এসসি (১০)।
×