ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোজগারে মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনাল্ডো

প্রকাশিত: ০৪:১৩, ১০ জুন ২০১৬

রোজগারে মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ কে সেরা- লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? ২০১৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফরোয়ার্ড রোনাল্ডো। আর ২০১৫ সালের বর্ষসেরা হয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। সমানতালেই পরস্পরের সঙ্গে এগিয়ে চলেছেন তারা। তবে আয়ের দিক থেকে গত কয়েক বছরে কখনও শীর্ষে উঠতে পারেননি দু’জনের কেউ। এবার অবশ্য বিশ্বের সব পুরুষ ক্রীড়াবিদকে পেছনে ফেলেছেন রোনাল্ডো। বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের জরিপে সর্বাধিক আয়ের ক্ষেত্রে পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে এক নম্বরে ঠাঁই পেয়েছেন রোনাল্ডো। তার আয়ের পরিমাণ ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। দুই নম্বরে মেসি ঠাঁই পেয়েছেন ৮১.৪ মিলিয়ন ডলার আয় করে। গতবার শীর্ষে ছিলেন বক্সার ফ্লয়েড মেওয়েদার। অবসরে চলে যাওয়ার কারণেই তিনি শীর্ষস্থান হারিয়েছেন। উল্লেখ্য, মহিলা ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষস্থানটা প্রথমবারের মতো পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস। গলফ সম্রাট টাইগার উডস ১২ বার আয়ের দিক থেকে ছিলেন এক নম্বরে। আর গত ৪ বছরের মধ্যে তিনবারই শীর্ষস্থান ধরে রেখেছিলেন মেওয়েদার। অপরাজিত থেকেই তিনি গত বছর অবসরে চলে গেছেন। এবার মেওয়েদার ৪৪ মিলিয়ন ডলার আয় নিয়ে ১৬ নম্বরে। আর গলফার উডস পিঠের অস্ত্রোপচার করিয়েছেন। ফলে দীর্ঘদিন সবকিছু থেকেই দূরে আছেন তিনি। উডস ৪৫.৩ ডলার আয় নিয়ে আছেন ১২ নম্বরে। এ কারণেই রোনাল্ডো-মেসি তাদের পেছনে ফেলতে পেরেছেন। শুধু বেতন হিসেবেই রোনাল্ডো পেয়েছেন ৫৬ মিলিয়ন ডলার। আর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে পেয়েছেন ৩২ মিলিয়ন ডলার। তিনবারের ফিফা বর্ষসেরা হিসেবে মর্যাদার ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো সম্প্রতিই ক্রীড়াসামগ্রী নির্মাতা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকির সঙ্গে বার্ষিক ১৩ মিলিয়ন ডলারের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। আর ট্যাগ হিউয়ের ও হার্বালাইফ প্লাস আছে স্যুট, কোট, শার্ট, জুতা, আন্ডারওয়্যার, হোটেল ইত্যাদি সুযোগ সুবিধা প্রদানের চুক্তিতে। মেসি ৮১.৪ মিলিয়ন ডলার আয় নিয়ে দ্বিতীয় স্থানে। তিনি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকেই আয় করেছেন ২৮ মিলিয়ন ডলার। বাস্কেটকবল তারকা লেব্রন জেমস ৭৭.২ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় অবস্থানে। কিন্তু আগামী বছরই তিনি সবাইকে ছাড়িয়ে যেতে পারেন। কারণ, এনবিএ’র সঙ্গে টেলিভিশন স্বত্বের চুক্তিতে খেলোয়াড়রাও যুক্ত হবেন আগামী বছর থেকে। জেমস ইতোমধ্যেই ‘ট্রেইনরেক’ নামের একটি মুভিতে অভিনয়ের অভিষেক করেছেন। সেক্ষেত্রে আগামী বছর টেলিভিশনের সঙ্গে চুক্তিতে তিনি নতুন ২৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিতে আবদ্ধ হবেন। বিশ্বের তিন নম্বর টেনিস তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার আছেন চার নম্বরে।
×