ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপের বিশ্বকাপের পর্দা উঠছে আজ

প্রকাশিত: ০৪:১২, ১০ জুন ২০১৬

ইউরোপের বিশ্বকাপের পর্দা উঠছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে সুখকর সময় বুঝি আর নেই! একই সঙ্গে বিশ্বের দুই-দুটি জনপ্রিয় আসর উপভোগ করার সুযোগ পেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার শতবর্ষী আসর। আর আজ থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। মজার ব্যাপার হচ্ছে- কোপাকে বলা হয় দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ আর ইউরোকে বলা হয় ইউরোপের বিশ্বকাপ। অনেক শঙ্কা, সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকার পরও নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে ১৫তম ইউরো। সফল আয়োজনে স্বাগতিক ফ্রান্স নিয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা। আজ মধ্যরাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে রোমানিয়া। ইউরোর ইতিহাসে এবারই প্রথম ২৪টি দল অংশগ্রহণ করছে। ১৯৯৬ সাল থেকে ১৬টি করে দল প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল। গুরুত্ব ও সময় বিবেচনায় এবার আরও ৮টি দল বাড়ানো হয়েছে। যে কারণে অনেক ফুটবল বিশেষজ্ঞ বলছেন, বিশ্বকাপের চেয়ে বরং ইউরো ভারসাম্যপূর্ণ টুর্নামেন্ট। এর পক্ষে যুক্তিও আছে। ইউরোর মূলপর্বে সুযোগ পায় না অনেক বাঘা বাঘা টিম। এবার যেমন গত দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হল্যান্ড বাছাইপর্ব পেরুতে পারেনি। কিন্তু বিশ্বকাপে আঞ্চলিকতার সুযোগে অনেক দুর্বল দল খেলার সুযোগ পেয়ে থাকে। এবারের আসর সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় জমকালো ড্র। ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক ফ্রান্স। এছাড়া সহজ গ্রুপ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও পর্তুগাল। তবে গতবারের মতো এবারও ডেথ গ্রুপে জায়গা হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকেও কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্সকে খেলতে হবে সুইজারল্যান্ড, রোমানিয়া ও আলবেনিয়ার বিরুদ্ধে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী রাশিয়া, সেøাভাকিয়া ও ওয়েলস। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে জোয়াকিম লোর শিষ্যদের প্রতিপক্ষ পোল্যান্ড, ইউক্রেন ও নর্দান আয়ারল্যান্ড। ‘ডি’ গ্রুপে গত দু’বারের চ্যাম্পিয়ন স্পেন খেলবে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ‘ই’ গ্রুপে চারবার বিশ্বকাপজয়ী ইতালিকে লড়তে হবে বেলজিয়াম, সুইডেন ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ‘এফ’ গ্রুপের চারটি দল পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া ও হাঙ্গেরি। আগামী জুলাই পর্যন্ত ১০টি শহরে অনুষ্ঠেয় আসরে ছয় গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা চারটি তৃতীয় দলকে নিয়ে হবে ‘রাউন্ড অব সিক্সটিন’। শেষ ষোলোর বিজয়ীরা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল আর ফাইনাল। ব্রিটিশ দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও ওয়েলস একই গ্রুপে লড়বে। এই গ্রুপে আরও আছে ফ্যাবিও কাপেলোর সাবেক দল রাশিয়া ও টুর্নামেন্টে প্রথম খেলতে আসা সেøাভাকিয়া। ১৬ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে লেন্সের উত্তরাঞ্চলীয় শহরে ইংল্যান্ড ও ওয়েলস মুখোমুখি হবে। ইউরোর ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। তবে কাজটা যে সহজ হবে না সেটা অনুমেয়। এমনিতে কঠিন গ্রুপে ভিসেন্টে ডেল বস্কের দল। তার ওপর আবার সাম্প্রতিক সময়ের পারফর্মেন্সও সুখকর না। কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী গ্রুপ বিবেচনা করা হচ্ছে গ্রুপ ‘ই’কে। এই গ্রুপে বিশ্বের দ্বিতীয় র‌্যাঙ্কধারী বেলজিয়ামের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, সুইডেন ও আয়ারল্যান্ড। এদিকে ইউরো শুরুর আগে বুধবার প্যারিসজুড়ে জারি করা হয় সন্ত্রাসী হামলার সতর্কতা। টুর্নামেন্ট উপলক্ষে ফ্রান্স সফরকারী অন্তত ২০ লাখ বিদেশী ফুটবল সমর্থকের নিরাপত্তার জন্য দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মাসব্যাপী এই টুর্নামেন্ট চলাকালে ব্রিটেনের ফুটবল অনুরাগীরা সন্ত্রাসী হামলার শিকার হতে পারে বলে দেশটি সতর্কতা জারি করার একদিন পর সফরকারীরা কোন বড় ধরনের সমস্যায় পড়লে তা শনাক্ত করার জন্য একটি এ্যাপ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসী সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইংরেজী ও ফরাসী ভাষায় নির্মিত এই এ্যাপটি বিনা পয়সায় ডাউনলোড করা যাবে। এর ব্যবহারকারী যদি কোন হামলা বা বিপর্যয়ের আশঙ্কায় পড়ে তাহলে এ্যাপটি সঙ্কেত দিতে থাকবে। ১৩ হাজার বেসরকারী নিরাপত্তা রক্ষীসহ ফ্রান্স ইউরোর নিরাপত্তার জন্য ৯০ হাজার নিরাপত্তাকর্মী নিয়োগ করেছে। প্যারিস পুলিশের প্রধান মিশেল কেডট জানিয়েছেন, রাজধানীতে নিযুক্ত ১০ হাজার নিরাপত্তা কর্মীর সঙ্গে আরও ৩ হাজার নিরাপত্তা কর্মকর্তাকে যুক্ত করা হবে।
×