ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসাসেবায় চালু হচ্ছে রেফারেল পদ্ধতি

প্রকাশিত: ০৩:৫৪, ১০ জুন ২০১৬

চিকিৎসাসেবায় চালু হচ্ছে রেফারেল পদ্ধতি

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও চিকিৎসা সেবার ক্ষেত্রে দেশে চালু হতে যাচ্ছে কাঠামোগত রেফারেল পদ্ধতি। পাইলট আকারে রংপুর ও নীলফামারী জেলায় এই রেফারেল পদ্ধতি চালু করা হবে। কার্যকর রেফারেল পদ্ধতি চালু হলে কোন্্ রোগী কোথায় যাবে, কোন্্ চিকিৎসক কোন্্ রোগী দেখবেন, কতটুকু অসুস্থ হলে কোন্্ পর্যায়ের হাসপাতালে যাবেন তা সহজেই বুঝতে পারবে রোগীরা। বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত কাঠামোগত রেফারেল পদ্ধতি বিষয়ক সেমিনারে এ কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদফতরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম সাদি। সেমিনারে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ রশিদ-ই মাহবুব, রোগতত্ত্ব-রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডঃ মাহমুদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, বিএমএর সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান প্রমুখ। বক্তারা বলেন, সরকারী হাসপাতালগুলোতে রোগ ও রোগীর প্রকৃতিভেদে সঠিক রেফারেল পদ্ধতি চালু করা সম্ভব হলে স্বাস্থ্য ব্যবস্থায় অধিকতর ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে দেশে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব-সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন টারশিয়ারি হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা থাকলেও কার্যকর রেফারেল পদ্ধতি না থাকায় কোন্্ রোগী কোথায় যাবে, কোন্্ চিকিৎসক কোন্্ রোগী দেখবেন, কতটুকু অসুস্থ হলে কোন্্ পর্যায়ের হাসপাতালে যাবেন তা বুঝতে পারেন না। এ সময়ে বক্তারা স্থানীয় পর্যায়ে জনবল সঙ্কট নিরসনে পদক্ষেপ গ্রহণ এবং কেন্দ্র থেকে জোরদার মনিটরিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
×