ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেজুর শেষ হয়ে যাওয়ায় ক্রেতাদের ক্ষোভ

বাজার নিয়ন্ত্রণে টিসিবি ব্যর্থ

প্রকাশিত: ০৩:৫১, ১০ জুন ২০১৬

বাজার নিয়ন্ত্রণে টিসিবি ব্যর্থ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজার নিয়ন্ত্রণে টিসিবির উদ্যোগও ব্যর্থ হয়েছে। অল্প পরিমাণ পণ্য নিয়ে টিসিবি মাঠে নামায় বাজারের ওপর কোন নিয়ন্ত্রণই প্রতিষ্ঠা করতে পারেনি সরকারী এ সংস্থাটি। ফলে বাজার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। আর অসহায় পড়েছে ক্রেতারা। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ৯ দিন আগে খোলা বাজারে পাঁচটি পণ্য বিক্রি শুরু করলেও কয়েক দিন না যেতেই ট্রাক প্রতি পণ্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে। এরই মধ্যে মজুদ শেষ হওয়ার বন্ধ হয়ে গেছে খেজুর বিক্রি। এদিকে ঠিকমতো পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ঢাকার বাইরের ডিলাররা। অথচ টিসিবি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। টিসিবির কর্মকর্তাদের দাবি, বেশি বরাদ্দ দিলে অসাধু ডিলাররা বাজারে পণ্য বিক্রি করে দেয়। আর ডিলাররা বলছেন, রোজার আগে টিসিবি অতিরিক্ত মজুদ করলে এই সঙ্কট হতো না। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ২৯ মে থেকে টিসিবি ঢাকাসহ সারাদেশে ১৭৯টি ট্রাকে পরিবেশকদের মাধ্যমে রমজানের অপরিহার্য পাঁচটি পণ্য বিক্রি শুরু করে। এক্ষেত্রে বাজারের চেয়ে প্রতিটি পণ্যের দাম ১৫ থেকে ৩০ টাকা কম হওয়ায় ক্রেতারা ভিড় করছেন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে। কিন্তু কয়েক দিন ডিলারদের পর্যাপ্ত বরাদ্দ দেয়া হলেও ৪ জুন থেকে মসুর ডাল ছাড়া তিনটি পণ্যের বরাদ্দ একশ’ থেকে চারশ’ কেজি পর্যন্ত কমিয়ে দেয়া হয়। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবিরের দাবি অসাধু ডিলারদের খোলাবাজারে পণ্য বিক্রি ঠেকাতে এবং বেশি ক্রেতাকে পণ্য সরবরাহের উদ্দেশ্যে ডিলার ও ক্রেতাদের জনপ্রতি বরাদ্দ কমানো হয়েছে। তবে ক্রেতা পিছু বরাদ্দ কমানো হলেও ক্রেতাদের চাহিদা অপূর্ণই থেকে যাচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে পণ্য বিক্রির কথা থাকলেও অধিকাংশ স্পটে পণ্য বিক্রি শেষ হয়ে যাচ্ছে দুপুরের মধ্যেই। আর খেজুর না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। ডিলাররা বলছেন, রোজার আগে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পণ্য আমদানি ও মজুদ করা হলে এই সঙ্কট সৃষ্টি হতো না। উল্লেখ্য, রমজান উপলক্ষে রাজধানীর ৩৩টি স্পটের পাশাপাশি চট্টগ্রামের ১০টি, বাকি বিভাগীয় শহরে ৫টি, জেলা সদরে ২টি স্পটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি।
×