ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ৪০ জনকে অপহরণ করেছে তালেবান

প্রকাশিত: ০৩:৪৮, ১০ জুন ২০১৬

আফগানিস্তানে ৪০ জনকে অপহরণ করেছে তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের মহাসড়ক থেকে ৪০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে তালেবান জঙ্গীগোষ্ঠী। খবরে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহরের বাইরে সশস্ত্র তালেবান সদস্যরা মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের জিম্মি করে নিয়ে যায়। গত সপ্তায় তালেবান জঙ্গীরা একই সড়কে অন্ততপক্ষে ১২ যাত্রীকে হত্যা করেছিল। ধারণা করা হয় হত্যা করার পাশাপাশি আরও ১০ জনকে এখনও জিম্মি করে রাখা হয়েছে। গেল শরতে আফগান তালেবান গোষ্ঠী কিছু সময়ের জন্য কুন্দুজ দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী শহরটির অধিকাংশ এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। -বিবিসি কারখানায় তৈরি হচ্ছে বাঁধাকপি! চীনের বিরুদ্ধে কৃত্রিম চাল আর ডিম তৈরির অভিযোগ রয়েছে। এবার জাপান কৃত্রিম সবজি তৈরি করছে। জাপানের এক কারখানায় বাঁধাকপি তৈরির একটি ভিডিও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এই বাঁধাকপি তৈরি করতে বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। পানিতে রাসায়নিক ঢেলে বাঁধাকপির পাতা তৈরি হচ্ছে। এরপর পাতাগুলো মুড়ে আস্ত বাঁধাকপি বানানো হচ্ছে। -ওয়েবসাইট যানজটের ঝক্কি এড়াতে... প্রয়োজনীয় কাজ সারতে নিজের গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন কিন্তু যানজটের কারণে যেতে পারছেন না। চিন্তা নেই আপনাকে উড়িয়ে নিয়ে যাবে পিএএল-ভি নামের একটি গাড়ি। নেদারল্যান্ডসের একটি কোম্পানি আগামী ২ বছরের মধ্যে বাজারে ছাড়বে এই গাড়ি। তিন চাকার এই গাড়িতে যেমন স্থলপথে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা রয়েছে তেমনি আছে আকাশপথের রোমাঞ্চকর ভ্রমণের ব্যবস্থা। গাড়িটির প্রাথমিক দাম ধরা হয়েছে ৪ লাখ ডলারের কাছাকাছি। -আইরিশ মিরর
×