ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম স্বীকার করল সরকার

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে ৬৫ হাজার মানুষ নিখোঁজ

প্রকাশিত: ০৩:৪৭, ১০ জুন ২০১৬

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে ৬৫ হাজার মানুষ নিখোঁজ

শ্রীলঙ্কা সরকার বুধবার প্রথমবারের মতো অতীতের বিভিন্ন সময়ে ৬৫ হাজার মানুষ নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছে। তামিল টাইগার বিদ্রোহীদের ২৬ বছরের লড়াই ও মার্কসবাদী বিদ্রোহ চলাকালে এসব মানুষ নিখোঁজ হয়। প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার কোয়ালিশন অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো স্বাধীনভাবে তদন্ত করা এবং এ বিষয়ে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ইইএনএইচআরসির প্রস্তাব বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। খবর ওয়েবসাইটের। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সরকার এ বিষয়ে জাতিসংঘের সুপারিশ প্রত্যাখ্যান করে বলেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনপ্রকার চাপ ছাড়াই তারা এ সমস্যার সমাধান করবে। ২০১৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে রাজাপাকসে হেরে যান। ‘১৯৯৪ সাল থেকে একাধিক কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে- গৃহযুদ্ধ ও সহিংসতায় অন্তত ৬৫ হাজার লোক নিখোঁজ রয়েছে অথবা তাদের মৃত অবস্থায় পাওয়া যায়নি। আমরা এসব নিখোঁজদের তালিকা পাওয়ার চেষ্টা করছি’- জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। চন্দ্রিকা বর্তমান মৈত্রীপালা সরকারের শান্তি স্থাপন বিষয়ক অফিসের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। নিখোঁজ ব্যক্তিদের পক্ষে তাদের আত্মীয়স্বজন জমি ও বাড়িঘর দেখাশোনা, সন্তান লালনপালন ও প্রয়োজনীয় সরকারী সহায়তার জন্য যেন আবেদন করতে পারে, সে উদ্দেশে তাদের কাছে সনদ ইস্যু করা হবে বলেও দেশটির সরকার বুধবার জানিয়েছে। হাজার হাজার লোক নিখোঁজ হওয়ার বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করার জন্য সরকার একটি দফতর স্থাপন করেছে। নিখোঁজদের বেশিরভাগই জাতিগত তামিল জনগোষ্ঠীর লোক। নিখোঁজদের স্বজনদের দাবি, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী সরকার এ ব্যাপারে এতদিন কোন পদক্ষেপই নেয়নি। মৈত্রীপালা ক্ষমতায় আসার পর তামিল গৃহযুদ্ধ দমনকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিষয়ে নড়েচড়ে বসেছে।
×