ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু সহযোগিতার বিষয়ে মতৈক্য

ভারতে বসবে ৬ মার্কিন চুল্লি

প্রকাশিত: ০৩:৪৬, ১০ জুন ২০১৬

ভারতে বসবে ৬ মার্কিন চুল্লি

একটি আমেরিকান কোম্পানি ভারতে ছয়টি পরমাণু চুল্লি নির্মাণ করবে। মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ভারতীয় ও মার্কিন নেতাদের মধ্যে এক বৈঠকের পর ঐ বিষয়ে এক মতৈক্যের কথা ঘোষণা করা হয়। এদিকে, পাকিস্তান নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপের (এনএসজি) সদস্য পদের জন্য এক সমন্বিত কূটনৈতিক চেষ্টা শুরু করেছে। এর আগে পরমাণু উপকরণ নিয়ে ব্যবসা করে এমন ৪৮টি দেশের ঐ অনানুষ্ঠানিক কিন্তু একচেটিয়া ক্লাবে যোগ দিতে ভারতের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানায়। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউন আনলাইনের। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংশ্লিষ্ট বাণিজ্য ও প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে আমেরিকার ঘনিষ্ঠতম মিত্রদের সঙ্গে সমমর্যাদা দিয়ে ভারতকে এক ‘বড় ধরনের প্রতিরক্ষা অংশীদার’ হিসেবে স্বীকৃতিও দেখা দিয়েছে। ভারতে আমেরিকান কোম্পানির পরমাণু চুল্লি নির্মাণ করার চুক্তিটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বোঝাপড়া। দুটি দেশ ২০০৮ সালে এক ঐতিহাসিক বেসামরিক পরমাণু চুক্তি সই করার পর এই প্রথম চুল্লি নির্মাণের তাদের মধ্যে এ বিষয়ে মতৈক্য হলো। এ পরিকল্পনার আওতায় ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এবং আমেরিকান ফার্ম ওয়েস্টিং হাউস ইলেকট্রিক কোম্পানি চুল্লিগুলোর জন্য ইঞ্জিনিয়ারিং ও সাইট ডিজাইন কাজ শুরু করবে, যদিও চূড়ন্ত চুক্তিপত্র ২০১৭-এর জুনে সই করা হবে। হোয়াইট হাউস কর্মকর্তারা একথা জানান। এ চুক্তি ভারতের কাছে পরমাণু চুল্লি ও জ্বালানি বিক্রির পথে বাধা দূর করার এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক পরমাণু ইস্যুতে এক দশকের অংশীদারিত্বের চূড়ান্ত পর্যায়ে নেতৃবৃন্দ ওয়েস্টিং হাউসের নির্মিতব্য ছয়টি এপি ১,০০০ চুল্লির জন্য ভারতে প্রস্তুতিমূলক অনসাইট কাজ শুরু করাকে স্বাগত জানান। তারা প্রকল্পের জন্য এক প্রতিযোগিতামূলক অর্থায়ন প্যাকেজ উদ্ভাবনের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত ও ইউএস এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের আগ্রহের কথা উল্লেখ করেন। ওবামা-মোদি বৈঠকের পর প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা সম্পর্ককে ‘স্থিতিশীলতার এক সম্ভবপর ভিত্তি’ হিসেবে বর্ণনা করা হয়। এতে বলা হয়, এ সম্পর্ক প্রযুক্তি বিনিময়কে আমেরিকার ঘনিষ্ঠতম মিত্র ও অংশীদারদের প্রযুক্তি বিনিময়ের সমপর্যায়ে নিয়ে যাবে। এদিকে, পাকিস্তান নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে (এনএসজি) যোগ দিতে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের সমর্থন চেয়েছে। গত মাসে ইসলামাবাদ এনএসজির সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। এতে আগামী সপ্তাহে এ ইস্যুতে প্রাথমিক আলোচনায় নয়াদিল্লীর সঙ্গে সম্ভাব্য বাগ্বিত-ার ক্ষেত্র তৈরি হলো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লীর এনএসজির সদস্যপদ লাভের প্রয়াসের প্রতি ওয়াশিংটনের সমর্থন লাভ করেন। তবে পাকিস্তান সুনির্দিষ্ট দেশকে বাদ দেয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। এতে দক্ষিণ এশিয়ার সামরিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেন। বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সারতাজ আজিজ এনএসজিতে যোগ দেয়ার বিষয়ে টেলিফোনে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন।
×