ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবেই নৃশংস হত্যাকাণ্ড’

প্রকাশিত: ০৮:২৬, ৯ জুন ২০১৬

‘সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবেই নৃশংস হত্যাকাণ্ড’

স্টাফ রিপোর্টার ॥ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে আতঙ্ক ছড়াতেই দেশে একটি মহল জঙ্গীসহ নৃশংস হত্যাকা- ঘটাচ্ছে। খ্রীস্টান সম্প্রদায়ের নিরীহ লোকজনও তাদের বর্বর ও কাপুরুষোচিত হত্যাকান্ড থেকে রেহাই পাচ্ছে না। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা করে বিশ্ব নেতৃবৃন্দের নজরে আসতে চায় তারা। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দখল করতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা। তাদের এমন রাষ্ট্রদ্রোহী ও অমানবিক লালসার শিকার হয়েই সাম্প্রতিক নিহত হলেন নাটোরের খ্রীস্টান ব্যবসায়ী সুনীল গোমেজসহ অনেক নিরীহ মানুষ। এসব নৃশংস হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাটোরের খ্রীস্টান ব্যবসায়ী সুনীল গোমেজসহ সাম্প্রতিক সকল হত্যাকা-ের প্রতিবাদে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিউবার্ট গমেজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিনের মেয়ে পাপড়ি আরেং, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা সৌরিন আরেং সেং প্রমুখ। বক্তারা বলেন, গত ৫ জুন নাটোর জেলার বনপাড়া ধর্মপল্লীর বাসিন্দা মুদি ব্যবসায়ী সুনীল গমেজকে তার নিজ দোকানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ জঘন্য হত্যাকা-ের প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
×