ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের গবর্নরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৮:২৫, ৯ জুন ২০১৬

বাংলাদেশ ব্যাংকের গবর্নরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গবর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। এ সময় ডেপুটি গবর্নর এসকে সুর চৌধুরী, আবু হেনা মোহা. রাজি হাসান, চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লা মালিক কাজেমীসহ মার্কিন দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ ব্যাংকে আসেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। এরপর তিনি গবর্নরের সঙ্গে প্রায় এক ঘণ্টাবৈঠক করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এসকে সুর চৌধুরী জনকণ্ঠকে বলেন, বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন সহযোগিতার আশ্বাস মিলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা, এ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত করছে। গত ৪ ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ১০১ মিলিয়ন ডলার চুরি হওয়ার রহস্য উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই সময়ে এফবিআইয়ের সাহায্য চাওয়া হয়।
×