ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসির ফল চ্যালেঞ্জ করে পাস করল ৭১১ জন

প্রকাশিত: ০৭:৫৬, ৯ জুন ২০১৬

এসএসসির ফল চ্যালেঞ্জ করে পাস করল ৭১১ জন

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে সারাদেশে ৭১১ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে, ফলাফলে পরিবর্তন এসেছে ৩ হাজার ৪৪১ পরীক্ষার্থীর। বুধবার নিজেদের ওয়েবসাইটে এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করেছে আটটি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। এ বছর পুনঃনিরীক্ষার ফলে ঢাকা বোর্ডের ২০৫ জন শিক্ষার্থী ফেল থেকে নতুন করে পাস করেছে। এছাড়া দিনাজপুর বোর্ডে ৪৯ জন, সিলেটে ১৯ জন, কুমিল্লায় ১৩২ জন, যশোরে ৫৩ জন, চট্টগ্রামে ১৯ জন, বরিশালে ৫৩ জন, রাজশাহীতে ৭৪ জন এবং মাদ্রাসা বোর্ডে ১৮৫ জন শিক্ষার্থী আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষায় পাস করেছে। এবার ঢাকা বোর্ডে ১ হাজার ২৮১ জন, দিনাজপুর বোর্ডে ২১৫ জন, সিলেটে ১৫১ জন, কুমিল্লায় ৩৫৯ জন, যশোর ২৭৯ জন, চট্টগ্রামে ২৪৩ জন, বরিশাল বোর্ডে ১৬৩ জন, রাজশাহী বোর্ডে ৩৭৩ জন, মাদ্রাসা বোর্ডে ২৯৪ এবং কারিগরি বোর্ডের ৮৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। অর্থাৎ, ফল পুনঃনিরীক্ষণে ১০ বোর্ডের ৩ হাজার ৪৪১ শিক্ষার্থীর মোট জিপিএ বেড়েছে। ফল পর্যালোচনা করে দেখা যায়, এবার ঢাকা বোর্ডে ১৯৯ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। চট্টগ্রাম বোর্ডে ২৬ জন, সিলেটে ৬৯ জন, কুমিল্লায় ২৯ জন, রাজশাহীতে ১৭০ জন, যশোরে ১১২ জন, বরিশালে ৫৩ জন, দিনাজপুরে ১০৪ জন, মাদ্রাসা বোর্ডে ৪৬ জন এবং কারিগরি বোর্ডের ৩ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
×