ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ॥ তদন্তে আরও ৬০ দিন চায় পুলিশ

প্রকাশিত: ০৭:৫৪, ৯ জুন ২০১৬

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ॥ তদন্তে  আরও ৬০ দিন চায় পুলিশ

বিডিনিউজ ॥ নারায়ণগঞ্জে সংসদ সদস্য সেলিম ওসমানের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে চলমান তদন্তে অগ্রগতি আছে জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিতে ৬০ দিন সময় চেয়ে আবেদন করেছেন পুলিশ সুপার ও বন্দর থানার ওসি। পদক্ষেপ সম্পর্কে আগের প্রতিবেদনে বিস্তারিত না থাকায় আদালতের আদেশ অনুসারে অনুশোচনা প্রকাশ করে নেয়া পদক্ষেপ সম্পর্কে নতুন প্রতিবেদনও জমা দিয়েছেন জেলা প্রশাসক, যাতে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও এ সংক্রান্ত কোর কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। বুধবার এ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসব প্রতিবেদন জমা দেয়া হয়। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, জেলা প্রশাসকের প্রতিবেদন, পুলিশ সুপার ও বন্দর থানার ওসির সময় চেয়ে করা আবেদন এসেছে। এসব হলফনামা করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা হবে।
×