ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

এ্যাকশন কমেডিতে রক

প্রকাশিত: ০৭:৩১, ৯ জুন ২০১৬

এ্যাকশন কমেডিতে রক

দ্য রক বা ডোওয়াইন জনসন এদের মধ্যে দর্শক কাকে ভাল চিনবেন। নিশ্চই দ্য রককে। রেসলিংয়ের স্টেজে নিজের দীপ্ততেজ দিয়ে কঠিন শিলার মতো প্রতিপক্ষকে পরস্থ করে দর্শক মাতিয়ে জয় করেছেন কোটি হৃদয়। তিনি ডিসি কমিকস কিংবা মার্ভেল কমিকসের মতো কাল্পনিক সুপার হিরো নন। সত্যি সত্যিই তিনি মানবরূপী অতিমানবীয় সুপার হিরো। রেসলিং জগত বা চলচ্চিত্র জগত সব ক্ষেত্রেই তার রয়েছে ইউনিক অবস্থান। তবে বর্তমানে তার পরিচয় তিনি হলিউড ও কানাডিয়ান চলচ্চিত্রের সুপারস্টার। নিজস্ব বডি ল্যাংগুয়েজের মতো করেই নিজেকে পর্দায় উপস্থাপন করেন। দর্শকের চাওয়া-পাওয়া এমনি কল্পনার বাইরে গিয়ে নিজেকে উপস্থাপন করেন দ্য রক ক্ষেত ডোওয়াইন জনসন। কখনও বিশ্বজয়ী রেসলার, কখনও সিনামার চরিত্রের প্রয়োজনে কঠিন শিলার মতো শক্ত এফবিআই কর্মকর্তা। আবার কখনও গ্রীক পৌরাণিক দেবতাপুত্র, সব ক্ষেত্রেই তার সাফল্য শতভাগ। এজন্য বলা যায়, সব দ্বার তাঁর জন্য খোলা। তেমনি নতুন এক দ্বারে প্রবেশ করেছেন ডোওয়াইন জনসন। এবার তিনি এ্যাকশন কমেডি হিরো। এর আগে অন্য সিনেমায় স্বল্প দৃশ্যে কমেডি করেছেন। কিন্তু এ্যাকশন কমেডিতে এবারই প্রথম। আর হবেই বা না কেন এবারের গল্পটা যে রাওসন মার্সেলের। রাওসনের গল্প মানেই কখন ব্যঙ্গাত্মক কমেডি, কখনও টিনেজারদের কমেডি। রক যেহেতু এ্যাকশন সুপার হিরো, তাই দুইকূল রক্ষা করে নির্মিত হয়েছে এ্যাকশন কমেডি মুভি সেন্ট্রাল ইন্ট্রেলিজেন্সি। এ মাসে আসছে ১৭ তারিখ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে রাওসন মার্সেল থার্বারের এই এ্যাকশন কমেডি মুভি। এ মুভিতে দর্শক এক নতুন জনসনকে আবিষ্কার করবেন। রাওসন প্রতীকী কমেডির মাধ্যমে দর্শকদের মজা দিয়ে ম্যাসেজ দিতে পছন্দ করেন। তেমনি এক ব্যঙ্গাত্মক কমেডি মুভি ছিল উই আর দ্য মিলার্স ২০১৩ সালের এ কমেডি মুভি দর্শক বেশ ভালভাবে নিয়েছিল। ‘ইজি এ’ ছিল টিনেজদের নিয়ে নির্মিত কমেডি চলচ্চিত্র। দর্শক তার চলচ্চিত্র সম্পর্কে ধারণা ইতোমধ্যে পেয়ে গেছেন। এবার একটু ভিন্ন গল্প এ্যাকশন কিন্তু কমেডি। এবারের গল্প শুরু বব স্টোন (জনসন) এবং ক্যালভিন জয়েনকে নিয়ে। বব অত্যন্ত মোটা স্বাস্থ্যের অধিকারী ছিলেন, বড় হয়েছেন সেন্ট্রাল ইন্ট্রেলিজেন্সি এজেন্সি (সিআইএ) এর প্রতিনিধি হয়ে। স্কুলের পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাড়িতে আসেন, গোপন একটা বিষয়ে ক্যালভিন জয়েন সাহায্য করে। একপর্যায় বব এবং ক্যালভিন গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন এভাবেই চলতে থাকে সেন্ট্রাল ইন্ট্রেলিজেন্সির গল্প। কমেডি এ্যাকশন, থ্রিলার ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাওসন মার্সেলের এই চলচ্চিত্র। এতে আরও অভিনয় করেছেন এমি রায়ান ও এ্যারন পল। জনসনকে সবশেষে দেখা গিয়েছে ‘জার্নি থ্্ির ফ্রম দি আর্থ টু দ্য মুন’ নামের এ্যাডভেঞ্চার চলচ্চিত্রে। এ্যাকশন এ্যাডভেঞ্চার চলচ্চিত্রে অভিনয় ও এক্সপ্রেশন এতটাই বাস্তবমুখী ও দর্শকপ্রিয় যে দর্শক হয়ত তার বিকল্প কাউকে খুঁজে পান না। আর এ কারণেই রকের সিনামা মনে সিনেমাপ্রেমীদের কাছে অন্যরকম উত্তেজনা।
×