ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্য লাস্ট্রাস রানওয়ে

প্রকাশিত: ০৭:২৮, ৯ জুন ২০১৬

দ্য লাস্ট্রাস রানওয়ে

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ট্রেসেমে ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’সহ পৃথিবীজুড়ে বিখ্যাত ফ্যাশন ইভেন্টগুলোর হেয়ার স্টাইলিং পার্টনার হিসেবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ট্রেসেমে বাংলাদেশের সেরা ব্যাকস্টেজ হেয়ার স্টাইলিং এক্সপার্ট হিসেবে এ বছর ঢাকার ফ্যাশন ক্যালেন্ডারের সবচেয়ে প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্ট, ‘ট্রেসেমে প্রেজেন্টস ফাইভ ইয়ার্স সেলিব্রেসন অফ দ্য লাস্টাস রানওয়ে’-এর টাইটেল স্পন্সর হিসেবে কাজ করেছে। এই মাসের ৩ তারিখে ‘লে মেরিডিয়ান’-এর স্কাই বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল এই বিশেষ ইভেন্ট। হেয়ার স্টাইলিং হলো ফ্যাশনের এমন একটি অংশ, যা ছাড়া ফ্যাশনে পরিপূর্ণতা আসা সম্ভব নয়। এটি ফ্যাশনকে পরিপূর্ণতা দেয়ার পাশাপাশি আমাদের দেয় সামনে এগিয়ে চলার আত্মবিশ্বাস। আর তাই ‘ট্রেসেমে প্রেজেন্টস ফাইভ ইয়ার্স সেলিব্রেশন অব দ্য লাস্ট্রাস রানওয়েতে ট্রেসেমে বাংলাদেশে লঞ্চ করল ‘আয়োনিক স্ট্রেংথ প্রোডাক্ট রেঞ্জ’ যা চুলে যে কোন স্টাইল করার সময় ড্যামেজ থেকে সুরক্ষা দেয়। এই ইভেন্টে অসাধারণ সব হেয়ার স্টাইলিংয়ের পাশাপাশি দেশী এবং বিদেশী ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতাকে এক অনন্য আঙ্গিকে উপস্থান করা হয়েছে। বরাবরের মতোই এই ইভেন্টের আয়োজনকারী হিসেবে ছিল ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট। বিখ্যাত দেশী বিদেশী সব ফ্যাশন ডিজাইনারের মধ্যে এতে অংশ নিয়েছেন সারাহ করিম, আনোখি, সালিতা নন্দা, জুরহেম, অগ্নিমিত্র পল এবং খ্যাতিমান ডিজাইনার নীতা লুলস্না। সবশেষে ইভেন্টের সবচেয়ে বড় চমক হিসেবে র‌্যাম্প মাতিয়েছেন ইন্টারন্যাশনাল সেলিব্রেটি লিসা রে, যেখানে তিনি পরেছিলেন ডিজাইনার সারাহ করিমের ডিজাইন করা পোশাক। টাইটেল স্পন্সর হিসেবে এই ইভেন্টকে আরও সাফল্যম-িত করে তোলার জন্য ট্রেসেমে সর্বাত্মক প্রয়াস রেখেছে। ট্রেসেমের সঙ্গে ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে ছিল বিএমডব্লিউ, কোহলার, সিটি ব্যাংক এ্যামেক্স, গীতাঞ্জলি লাইফ-স্টাইল. ওরিয়েন্টাল, ইনস্টার এবং পার্টনার হিসেবে ছিল এলিট ফোর্স ও প্রিভে স্পা এ্যান্ড সেলন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাভিশন। আনন্দকণ্ঠ ডেস্ক
×