ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হামলা-ভাংচুর, সংঘর্ষ ॥ ৫০ জন আহত

প্রকাশিত: ০৭:১৮, ৯ জুন ২০১৬

হামলা-ভাংচুর, সংঘর্ষ ॥ ৫০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৮ জুন ॥ ভাড়া চাওয়া ও দেয়ার জের ধরে বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলাধীন দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫০ জন। তার মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় মোটরসাইকেল পুড়িয়ে দেয়াসহ একাধিক দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটে ক্ষতি হয়েছে ব্যাপক। পুলিশ জানায়, আগের দিন মঙ্গলবার রাতে ওই উপজেলার গোপায়া গ্রামের কয়েক ব্যক্তি ব্যাটারিচালিত টমটমে করে সংশ্লিষ্ট এলাকায় মাছুলিয়া ব্রিজের কাছে নামেন। এ সময় পার্শ¦বর্তী তেতৈয়া গ্রামের যাত্রীদের সঙ্গে এই টমটম চালকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মধ্য রাতেই উভয় পক্ষাবলম্বনকারী দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। যশোরে পুলিশের সামনেই টেন্ডার বক্স ছিনতাই স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পুলিশের সামনে থেকে তিন কোটি টাকার কাজের টেন্ডার জমা পড়া বক্স ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার গণপূর্ত বিভাগের যশোর অফিসের দ্বিতীয় তলা থেকে দরপত্র জমা পড়া বক্সটি ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। একইসঙ্গে তিনি চলমান দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন। সূত্র মতে, দেশের ১৫ জেলা শিল্পকলা একাডেমি নবায়ন, সংস্কার মেরামত কাজ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরে চার গ্রুপের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এরমধ্যে যশোর শিল্পকলা একাডেমির মূল ভবন ও আনুষাঙ্গিক অবকাঠামো সিভিল ও স্যানিটারি মেরামত, অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইন মেরামতসহ সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপন, ২০ কেভি জেনারেটর স্থাপন এবং ৩০০ কেভি সাব স্টেশনসহ ডাকট্ টাইপ এয়ারকুলার স্থাপন কাজ। উত্তরা ভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ইউনিভার্সিটিতে শোভাযাত্রা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার গ্রামভাটুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নিম, কড়ইসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। উত্তরা ইউনিভার্সিটি শুভ সংঘ এ কর্মসূচীর আয়োজন করে। উত্তরা ইউনভার্সিটির উপউপাচার্য ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইয়াসমীন আরা লেখা সংগঠনের সভাপতির হাতে গাছের চারা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক ইশরাত জাহান, বাংলা বিভাগের শিক্ষক শামস আল-দ্বীন ও এডুকেশন বিভাগের শিক্ষক দুলালী রাণী সাহা এবং শুভ সংঘের বন্ধুরা। Ñবিজ্ঞপ্তি নারী নির্যাতন বন্ধে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘অপসংস্কৃতির নামে ‘অশ্লীলতা, মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন, হত্যা-পাচার বন্ধ, তনু হত্যার বিচার, পর্নোপত্রিকা ও পর্নো ওয়েবসাইট নিষিদ্ধ করাসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও’ সেøাগানকে সামনে রেখে বুধবার সকাল ১১ টায় রংপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে তারা পর্নো পত্রিকা, ম্যাগাজিন ও পোস্টারে অগ্নিসংযোগ করে। বিষ ঢেলে মাছ নিধন স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানার একটি মাছের ঘেরে বিষ ঢেলে তিন লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নার্গিস সুলতানা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রতনদী-তালতলী ইউনিয়নের বড়বাধ গ্রামের বাড়ির পাশে অবস্থিত তার মালিকানাধীন মাছের ঘেরে বিষ ঢেলে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ওই ঘেরের বিভিন্ন প্রজাতির তিন লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।
×