ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধোনি, কোহলিদের কোচ হতে চান স্ট্রিক!

প্রকাশিত: ০৭:০৮, ৯ জুন ২০১৬

ধোনি, কোহলিদের কোচ হতে চান স্ট্রিক!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বোলিং কোচের পদ ছাড়ার পর এখনও কোন জায়গায় ঠাঁই হয়নি জিম্বাবুইয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিকের। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব নিতে পারেন তিনি। এমনটিই শোনা গেছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। এরমধ্যেই ভারত জাতীয় দলের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্ট্রিক! মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের কোচ হতে চান। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির বোলিং কোচ হতে বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন হিথ স্ট্রিক। এবার সাক্ষাতকারে জানালেন, ভবিষ্যতে ভারতের প্রধান কোচ হওয়ার ইচ্ছা রয়েছে তার। ধোনি, কোহলিদের প্রধান কোচ হিসেবে কাজ করার ইচ্ছার কথা জানাতে গিয়ে স্ট্রিক বলেন, ‘আমি এখনও কোচ হওয়ার জন্য আবেদন করিনি। কিন্তু ভবিষ্যতে আমি এমন কিছু করার চিন্তা করছি। প্রধান কোচ হিসেবে জায়গা করে নেয়া এবং অভিজ্ঞতার ঝুলি আরও ভারি করার ইচ্ছা রয়েছে আমার। ভবিষ্যতে আমি ভারতেই কিছু করার স্বপ্ন দেখছি। ’ আইপিএলেও পরবর্তী দু’এক বছরের মধ্যে কোন একটি দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চান বলে উল্লেখ করেছেন হিথ স্ট্রিক। বললেন, ‘আমি সত্যিই আইপিএল অনেক পছন্দ করি। আশা করছি আগামী দু’এক বছরের মধ্যে বোলিং কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব নিতে পারব।’ বাংলাদেশ ক্রিকেটের সম্প্রতি সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাবেক এই জিম্বাবুইয়ান বোলারের। তার কোচিংয়ে উপকার পেয়েছেন তাসকিন আহমেদ-রুবেল হোসেনরা। ২০১৪- ২০১৬ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আগ পর্যন্ত মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে ছিলেন তিনি। এরপরই গুজরাট লায়ন্সের বোলিং কোচের চাকরি পান। বাংলাদেশে ফিরে চুক্তি নবায়ন করার কথা থাকলেও, জানিয়ে দিয়েছেন ফিরছেন না। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হওয়ার জন্য আবেদন করেছেন তিনি। তার প্রতিও আগ্রহী কর্তৃপক্ষ। তবে এখনও কোন কিছুরই নিশ্চয়তা মিলেনি। হিথ স্ট্রিকের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল জুন পর্যন্ত। কিন্তু বছরে ২০০ দিন কাজ করার জন্যই স্ট্রিক চুক্তিবদ্ধ ছিলেন। এজন্য আইপিএলেও কোচিং করাতে পেরেছেন স্ট্রিক। গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। আইপিএল চলাকালেই ভারতের জাতীয় একাডেমির দায়িত্ব নেয়ার ইচ্ছা প্রকাশ করেন স্ট্রিক। বিসিসিআইয়ের মনোভাবে তখন মনে হয়, তারাও রাজি। কিন্তু এখনও সেই নিশ্চয়তা মিলেনি। আদৌ একাডেমির কোচ হবেন কি না স্ট্রিক, তা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর এখনও নতুন বোলিং কোচ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। শেষ অবধি সংক্ষিপ্ত তালিকাতে রাখা হয়েছে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস এবং নিউজিল্যান্ডের সাবেক গতিদানব শেন বন্ডকে। ভারতের প্রসাদ বাংলাদেশে আসতে রাজি নন। পাকিস্তানের আকিব জাভেদও একই পথের পথিক। আর তাই শ্রীলঙ্কান ভাসই যেন এখন ভরসা বাংলাদেশের। তবে বাংলাদেশ বোলিং কোচ খুঁজছে। এর মধ্যে বাংলাদেশের সদ্য সাবেক হওয়া বোলিং কোচ স্ট্রিক ভারতের প্রধান কোচ হতে চান! আশ্চর্য্যরে বিষয়ই। যেখানে বাঘাবাঘা কোচগুলোই ভারতের প্রধান কোচ হতে পারেন না, সেখানে স্ট্রিক সেই পদের স্বপ্ন দেখছেন! ২০১৯ কোপা ব্রাজিলে স্পোর্টস রিপোর্টার ॥ পরবর্তী ২০১৯ সালের কোপা আমেরিকা ফুটবল অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি আলেজান্দ্রো ডোমিনগুয়েজ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। এর ফলে মহাদেশীয় এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আবারও ব্রাজিলে ফিরছে। সর্বশেষ ১৯৮৯ সালে কোপা আমেরিকার স্বাগতিক হয়েছিল পেলের দেশ। এর আগে অবশ্য ১৯১৯, ১৯২২ ও ১৯৪২ সালে তিনবার কোপার আসর আয়োজনের সুযোগ পেয়েছে ব্রাজিল।
×