ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরখাস্তের আদেশ স্থগিত

প্রকাশিত: ০৬:৫৫, ৯ জুন ২০১৬

বরখাস্তের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আলীমের সাময়িক বরখাস্তাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার বরখাস্তের আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে স্থানীয় সরকার সচিব ও উপসচিব, নির্বাচন কমিশন (ইসি), খুলনা বিভাগীয় কমিশনার, ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে। এ্যাডভোকেট আব্দুল আলীমের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ মোখলেছুর রহমান। আদালতের আদেশের পর এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, নাশকতার এক মামলায় চার্জশীট গৃহীত হওয়ায় গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়। নতুন প্রাণের দুরন্তপনা নগরীর চারপাশের খাল-বিলে পানির প্রবাহ বাড়তে শুরু করেছে। প্রায় শুকিয়ে যাওয়া জলাশয়গুলোতে রাতারাতি পানি বাড়ায় শিশু-কিশোরদের আনন্দের যেন শেষ নেই। এতে আশপাশের নিম্ন আয়ের পরিবারের শিশুদের দুরন্তপনায় অনাবিল আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। তাই নতুন পানিতে নতুন গন্ধ, নতুন প্রাণ। শিশুদের উচ্ছ্বাসে এসেছে নতুন মাত্রা। রাজধানীর নন্দীপাড়া থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। চিরন্তন মাতৃত্ব মাতৃত্ব চিরন্তন। এই সত্য জগতের সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। সন্তানের নিরাপত্তায় সব সময় শঙ্কিত থাকে মা। তেমনি রূপা চাকমার প্রিয় ধানী মুরগিটিও তার এগারোটি ছানাকে পরম মমতায় আগলে রেখেছে। ছবিটি রাজধানীর মেরুল বাড্ডা থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×