ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার নিবন্ধন ৪ জুলাই পর্যন্ত

প্রকাশিত: ০৬:৫৪, ৯ জুন ২০১৬

সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার নিবন্ধন ৪ জুলাই পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ আইসিটি খাতের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইবার নিরাপত্তায় দক্ষ কর্মী খুঁজে বের করতে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পেশাজীবীরা অংশগ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ ৪ জন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৪ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে। ‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ সেøাগানকে সামনে রেখে শুরু হওয়া এ প্রতিযোগিতার সার্বিক সহায়তায় রয়েছে এ্যাডভান্স বিডি; পার্টনার হিসেবে রয়েছে বেসিস স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নিবন্ধন কার্যকম সম্পন্ন হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনারের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। হাইকোর্টের রায় স্থগিত করেনি আপীল বিভাগ গবর্নিং বডিতে এমপি স্টাফ রিপোর্টার ॥ দেশের বেসরকারী স্কুল ও কলেজের গবর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদ সদস্যদের (এমপি) না রাখা ও বিশেষ কমিটি বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি আপীল বিভাগ। বুধবার স্থগিতাদেশ না দিয়ে পূর্ণাঙ্গ আপীল বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আগামী ১২ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টের ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। গত ১ জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল কলেজের বিশেষ কমিটি ও গবর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংক্রান্ত প্র-বিধানমালার ৫(২) ধারা অবৈধ ঘোষণা করেছে। এই রায়ের ফলে বেসরকারী স্কুল কলেজের গবর্নিং বডিতে এমপিরা থাকার যোগ্যতা হারান। একই সঙ্গে বিশেষ কমিটির যে বিধান ছিল তা বাতিল হয়ে যায়। এ কারণে হাইকোর্ট ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এর ফলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন কমিটিও বাতিল হয়ে যায়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করেন ভিকারুননিসা নূন কলেজের বিশেষ কমিটির সভাপতি রাশেদ খান মেনন ও কলেজের অধ্যক্ষ।
×