ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিয়োগের গণ বিজ্ঞপ্তি জারি

শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে মাউশির কর্মচারী নিয়োগ পরীক্ষা

প্রকাশিত: ০৬:৫৩, ৯ জুন ২০১৬

শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে মাউশির কর্মচারী নিয়োগ পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ নতুন করে হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) আলোচিত সেই তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা। নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের কারণে পরীক্ষা বাতিলের পর নানা বিতর্ক কাটিয়ে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আগামী ১৭ জুন প্রথম পর্বে প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) পদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর। সোমবার অধিদফতরের এক সভায় বিষয়টি চূড়ান্ত করার পর জানানো হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য পদের পরীক্ষাও পুরনায় নেয়া হবে। এদিকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি করেছেন জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এক হাজার ৯৬৫ জনবল নিয়োগের পরীক্ষায় প্রার্থী সংখ্যা হচ্ছে এক লাখ ৭২ হাজার। নিয়োগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। কিন্তু ঘুষ লেনদেন আর প্রশ্ন ফাঁসের নানা অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সেই পরীক্ষার ফল প্রকাশ প্রথমে স্থগিত করা হয়। পরে পুরো পরীক্ষাই বাতিল করা হয়েছিল। এখন পুরানো প্রার্থীদের নিয়েই আবার পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, নিয়োগ কমিটির বাইরে এবার এ বিষয়ে কেউ কোন তথ্য দেবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনকি মহাপরিচালকও এ বিষয়ে কথা বলবে না। কর্মকর্তাদের তথ্যের প্রমাণ দিলেছে মহাপরিচালকের কথাতেই। নিয়োগ কমিটির সদস্যরা নিশ্চিত করার পর মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জনকণ্ঠকে বলেন, আমি নিয়োগের বিষয়টি জানি না। কিন্তু আপনি মহাপরিচালক হয়েও জানেন না এতবড় নিয়োগ, এটা কি সম্ভব? এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, আসলেই আমি জানি না। আমি হলাম নিয়োগকারী কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষার বিষয়টি আমার নয়। তবে পরীক্ষা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক এএসএম ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, পূর্বের আবেদনকারীদের প্রার্থিতা বজায় রেখে অবিলম্বে পুনরায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা আগের সেই পরীক্ষা আবার নিতে যাচ্ছি। ১৭ জুন প্রথম পর্বে প্রদর্শক পদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পদের পরীক্ষাও নেয়া হবে। ওয়েবসাইটে প্রবেশপত্র দেয়াসহ সকল প্রার্থীর কাছে পরীক্ষার তথ্য পৌঁছাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো, আবেদনকারীদের মোবাইলে জানানোসহ বেশ কিছুৃ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, একজনও যাতে পুনরায় পরীক্ষা গ্রহণের তথ্য জানার বাইরে না থাকে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পত্রিকা ও টেলিভশনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
×