ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাল্টাপাল্টি অনুপ্রবেশ

নয় জেলে ধরে নিয়ে গেছে বিএসএফ, বিজিবির কব্জায় ১১ ভারতীয়

প্রকাশিত: ০৬:০১, ৯ জুন ২০১৬

নয় জেলে ধরে নিয়ে  গেছে বিএসএফ, বিজিবির কব্জায় ১১ ভারতীয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে মাছ ধরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা। এদিকে বাংলাদেশী সীমান্তের এপারে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর চারঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিজিবি। তারা আটক বাংলাদেশীদের ছেড়ে দিলে বিজিবিও আটক ভারতীদের ছেড়ে দেবে বলে জানিয়েছেন বিজিবি-১ রাজশাহী ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ। বিজিবি-১ রাজশাহীর পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, আটককৃতরা সকলেই জেলে। তারা নিজ নিজ দেশের সীমানা অতিক্রম করায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে। তবে জেলেদের সতর্কতার সঙ্গে নদীতে মাছ ধরা উচিত বলে মনে করেন বিজিবির এই কর্মকর্তা। স্থানীয় সূত্র জানায়, চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো বুধবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। দু’টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরার এক পর্যায়ে ভুলক্রমে তারা ভারতীয় সীমানায় প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা ধাওয়া করে দু’টি নৌকাসহ বাংলাদেশী ৯ জেলেকে আটক করেছে। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা বাংলাদেশী সীমানায় অনুপ্রবেশকারী ভারতীয় ১১ জেলেকে আটক করে নিয়ে আসে। এ সময় আটক-পাল্টা আটকের ঘটনায় পদ্মায় মাছ ধরা জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় ১১ জেলেকে আটকের সত্যতা নিশ্চিত করে চারঘাট বিজিবির কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী জানান, ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশী ৯ জেলেকে দু’টি মাছ ধরার নৌকাসহ ধরে নিয়ে গেছে। বিএসএফ সদস্যদের দাবি বাংলাদেশী জেলেরা ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করেছে। তবে ভারতীয় জেলেরাও কোন বাধা ছাড়াই বাংলাদেশী সীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। পরে তাদের ১১ জেলেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। বিজিবি জানায়, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। বিএসএফ আটক বাংলাদেশীদের ছেড়ে দিলে তারাও আটক ভারতীয়দের ছেড়ে দেবেন। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতীয় বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির চারঘাট কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী। তিনি জানান, বাংলাদেশীদের বিএসএফ সদস্যরা ওপারের কাগমারি ক্যাম্পে আটকে রেখেছে।
×