ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে তরুণকে জবাই, মির্জাপুরে বৃদ্ধ শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫৯, ৯ জুন ২০১৬

দিনাজপুরে তরুণকে  জবাই, মির্জাপুরে  বৃদ্ধ শিক্ষককে  কুপিয়ে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পল্লীতে রফিকুল ইসলাম রিয়াদ নামে এক তরুণকে জবাই এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে আবু সাঈদ ওরফে নুরু মাস্টার নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, মঙ্গলবার রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে রিয়াদ (১৭) আর ফিরে আসেনি। পরদিন সকালে স্থানীয় লোকজন রিয়াদের গলা কাটা লাশ বাড়ির পার্শ¦বর্তী মরিচ ক্ষেতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে রিয়াদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। নিহত রিয়াদ বোচাগঞ্জ উপজেলার ৬ নং-রনগাঁও ইউনিয়নের হাজীপাড়ার আব্দুল বাকির পুত্র। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এলাকাবাসীর ধারণা প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের হাতে রিয়াদ খুন হতে পারে। এ ব্যাপারে নিহতের পিতা আব্দুল বাকি বাদী হয়ে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মির্জাপুর ॥ নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ ওরফে নূরু মাস্টার (৭০) বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে। তিনি স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে নূরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরে ভেতরে প্রবেশ করে স্বামী নূরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নূরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা- ঘটানো হয়েছে বলে তিনি জানান।
×