ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশী পিস্তল হাতবোমা ও চাপাতি উদ্ধার

বগুড়ায় শিয়া মসজিদে হামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৫:৫৬, ৯ জুন ২০১৬

বগুড়ায় শিয়া মসজিদে হামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জেএমবি সদস্য নিহত হয়েছে। নিহত কাওসার (২৫) জয়পুরহাটের কমর গ্রামের আমীর আলীর পুত্র। সে শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার অন্যতম আসামি এবং জেএমবির ইসাবা বা কিলার গ্রুপের সদস্য। শিবগঞ্জে জামতলী লোহার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। সে শিয়া মসজিদে হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন, দুটি গুলির খোসা, পাঁচটি হাতবোমা, দুটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, জেএমবির একটি গ্রুপ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নাশকতার জন্য হামলা চালাতে পারে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ টিম অভিযান চালায়। এরই এক পর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশের টিমটি স্থানীয় লোহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সেখানে ব্যাগ হাতে ৪জনকে হেঁটে আসতে দেখে পুলিশ তাদের থামার সঙ্কেত দেয়। সে সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ পিস্তল ও শটগানের মোট ১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় কয়েক দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তারা। ভোরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধের সময় জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমার স্পিøন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। উল্লেখ্য, গত বছরের ২৬ নবেম্বর শিবগঞ্জে শিয়া মসজিদে জঙ্গীদের হামলায় একজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ইয়াছিন নামে এক জঙ্গী ঘটনার সঙ্গে কাওসারের সরাসরি জড়িত থাকার বিষয় উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল। তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। পুলিশ সূত্র জানায়, বন্দুকযুদ্ধে নিহত কাওসার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার সময় গুলি চালিয়েছিল।
×