ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতার মঞ্চনাটকে সুদীপ চক্রবর্তী

প্রকাশিত: ০৪:১১, ৯ জুন ২০১৬

কলকাতার মঞ্চনাটকে সুদীপ চক্রবর্তী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম নন্দিত নির্দেশক সুদীপ চক্রবর্তী। নির্দেশনার পাশাপাশি নাটকের আলোক পরিকল্পনার কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই শিক্ষক। দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তার নাট্যযজ্ঞের খ্যাতি। এবার কলকাতার একটি নাটকে আলোক পরিকল্পনার জন্য আমন্ত্রণ পেয়েছেন সুদীপ। কলকাতার অনীক থিয়েটারের ‘(শ)কুন্তলা’ নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনার জন্য আমন্ত্রণ পেয়েছেন তরুণ এই নাট্যকর্মী। এ লক্ষ্যে এক সপ্তাহের জন্য আজ কলকাতায় যাচ্ছেন তিনি। ভারতের কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় নাট্যদল অনীক প্রযোজনা করছে ‘(শ)কুন্তলা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন অমল চক্রবর্তী। মঞ্চ ও আলোক পরিকল্পনা প্রসঙ্গে সুদীপ বলেছেন, বিষয়টিকে দেশের তরুণদের পরিশ্রম ও মেধার স্বীকৃতিই। নিঃসন্দেহে ভাল লাগছে। সম্প্রতি উইলিয়াম শেক্সপিয়রের ৭ নাটকের অংশ বিশেষ নিয়ে ‘শেক্সপিয়র সপ্তক’ শিরোনামে প্রযোজনা নির্দেশনা দিয়েছেন সুদীপ। জুলাইয়ে মঞ্চে আসবে তার নির্দেশনায় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত ও রুবাইয়াৎ আহমেদ রচিত ‘গহনযাত্রা’। এদিকে সুদীপ অক্টোবরে ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের আমন্ত্রণে ডায়াসপোরা বাংলাদেশিদের সঙ্গে ‘মেমোরআই’ ও ডিসেম্বরে রঙ্গকর্মী কলকাতার আমন্ত্রণে সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’ নির্দেশনা দেবেন তিনি।
×