ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দি আমেরিকান ড্রিম’

প্রকাশিত: ০৪:১০, ৯ জুন ২০১৬

নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দি আমেরিকান ড্রিম’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রবাসী আমেরিকান জসীম উদ্্দীনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দি আমেরিকান ড্রিম’। চলচ্চিত্রটি পরিচালনা ও একটি কন্ট্রোলিং চরিত্রে জসীম উদ্দীন নিজেই অভিনয় করছেন। পরিচালক জানান, ২০১৫ সালের অক্টোবর মাসে বিএফডিসিতে মহরতের মধ্য দিয়ে চলচ্চিত্রটির নির্মাণযাত্রা শুরু হয়। এদিন প্রধান অতিথি থেকে চলচ্চিত্রটির শুভ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর ড. মিজানুর রহমান। পরিচালক বলেন, আমার লেখা উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রিম’ বাংলা ও ইংরেজীতে বাংলাদেশ ও আমেরিকায় প্রকাশিত হয়। উপন্যাসটি আমেরিকান পাবলিশার্স কোম্পানি এভলিকিস্ ইংরেজীতে প্রকাশ করেছে। বানস এ্যান্ড লেবেলসহ পৃথিবীর সেরা অনলাইন আমাজান বিক্রি করছে এ উপন্যাসটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও গান আমারই লেখা। এটি নির্মিত হচ্ছে সারা বিশ্বে মুক্তির লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশে ইংরেজী ভাষায় আমেরিকান ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। চলচ্চিত্রটির শূটিং চলছে। চলচ্চিত্রটির ঢাকা অংশের বিশ শতাংশ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ বছরের জুলাই ও আগস্ট মাসে নিউইয়র্ক সিটিতে চলচ্চিত্রের বাকি চিত্রায়ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসিন হল থেকে শুরু করে প্রতিটি ফ্যাকাল্টি ও স্থাপনায় শূটিং শেষ হয়েছে। ঢাকার আশপাশে বিশেষ করে গাজীপুরে চলচ্চিত্রটির চিত্রায়ন চলছে। নিউইয়র্ক সিটির মেয়র্স অফিসের এন্টারটেইনমেন্ট ও ফিল্ম ডিপার্টমেন্টের সহযোগিতায় ‘দি আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রটি হবে মেইড ইন নিউইয়র্ক লোগো সংবলিত। ইংরেজীর পাশাপাশি বাংলায়ও ডাবিং করা হবে। এতে বাংলাদেশ থেকে অভিনয় করছেন সাইমন সাদিক, আইরিন সুলতানা, সানজিদা তন্ময়, র‌্যাম্প মডেল সূচনা আজাদ, রেহানা জলি, লুৎফুন নাহার লতা, শিরিন বকুল, ইরা খান, জয়া বিবি, বনি হাসান, আব্র্রাহাম, দীপক, এম সালাম, সাদেক বাচ্চুসহ আরও অনেকে। এছাড়া যুক্তরাষ্ট্রের হলিউড ও নিউইয়র্ক থেকেও অনেকে অভিনয় করবেন বলে জানা গেছে।
×