ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাপ্পি-রাফিয়ার ‘গোপন সংকেত’

প্রকাশিত: ০৪:০৯, ৯ জুন ২০১৬

বাপ্পি-রাফিয়ার ‘গোপন সংকেত’

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র হচ্ছে সমাজ জীবনে নানাবিধ চিত্র। যেখানে সমাজের নানা অসঙ্গতি, বৈষম্য অনৈতিক বিষয়গুলো তুলে ধরে তার সমাধানের ইঙ্গিত দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সমাজের বিভিন্ন ধরনের ক্রাইম নিয়ে এর আগে অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে। এর মধ্যে কোন কোনটি বাণিজ্যিকভাবে সফলও হয়েছে। বর্তমানে সাইবার ক্রাইমের ভয়াবহতা বৃদ্ধি, জনজীবনে এর ভয়ঙ্কর প্রভাব এবং এ সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরি লক্ষ্য নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘গোপন সংকেত’। এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন তাজুল ইসলাম। চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ। আর এ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধছেন হালের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত রাফিয়া তিশা। এ দু’জন ছাড়া চলচ্চিত্রে আরও অভিনয় করবেন অমিত হাসান, সিয়াম খান, মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল, রোহানসহ আরও অনেকে। পিকক মাল্টিমিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে আছেন জিয়াউদ্দিন খান। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। এর ৬টি গানের মধ্যে ইতোমধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তারিক তুহিনের লেখা গানটি গেয়েছেন কলকাতার শিল্পী কল্পনা পাটোয়ারী এবং হুমায়ূন। এছাড়াও কলকাতার জনপ্রিয় গীতিকার প্রসেন চৌধুরীর লেখা একটি গানের রেকর্ডিং খুব শিগগিরই হবে বলে জানা গেছে। গানগুলোর কাজের পাশাপাশি খুব শিগগিরই শূটিং শুরু হবে চলচ্চিত্রটির। ইতোমধ্যে বাপ্পির সঙ্গে রাফিয়া তিশা ফটোশুটেও অংশ নিয়েছেন। চলচ্চিত্রটির পরিচালক তাজুল ইসলাম বলেন, বর্তমানে আধুনিক বিশ্বের একটি বড় আতঙ্কের নাম সাইবার ক্রাইম। আমি এই বিসয়টিকে নিয়েই চলচ্চিত্রটি তৈরি করতে যাচ্ছি। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণেই লক্ষ্য নিয়েই আমি পথচলা শুরু করছি।
×