ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনেই লোকসানে একমি ল্যাবরেটরিজের বিনিয়োগকারীরা

প্রকাশিত: ০৪:০১, ৯ জুন ২০১৬

দ্বিতীয় দিনেই লোকসানে একমি ল্যাবরেটরিজের বিনিয়োগকারীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজের শেয়ার কিনে দ্বিতীয় দিনেই লোকসানে সেকেন্ডারি বিনিয়োগকারীরা। প্রথম দিনে অস্বাভাবিক লেনদেনের পরদিন উভয় বাজারেই কোম্পানির শেয়ার লেনদেন ও দর দুটোই কমেছে। বিনিয়োগকারীদের শেয়ারটির প্রতি আগ্রহ কমে যাওয়ার কারণেই দর হারানোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ। বুধবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫.৩৪ শতাংশ দর কমেছে কোম্পানির শেয়ারের। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানির শেয়ারের এ দর কমেছে। বুধবার সবচেয়ে বেশি দর কমেছে আরএন স্পিনিং মিলসের শেয়ারের। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৬.৯৭ শতাংশ। জানা গেছে, মঙ্গলবারে কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়েছিল ১৩৫ টাকায়। দিন শেষে কোম্পানির শেয়ার দর বাড়ায় ১১৭.৪০ টাকায়। বুধবারে দিনশেষে একই মূল্য কমে দাঁড়ায় ১১১.৭০ টাকায়। অর্থাৎ একদিনেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হলো। বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন কোম্পানির মৌলভিত্তি না বুঝে এভাবে শুরুতেই ঝাপিয়ে পড়া উচিত হয়নি। বিনিয়োগকারীদের আরও দেখেশুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া উচিত। দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে সমতা লেদারের ৬.০৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩.৮৪ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.১৬ শতাংশ, আজিজ পাইপসের ২.১২ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এনসিসিবিএএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ১.৯২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.৮৫ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে।
×