ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৫৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৪:০১, ৯ জুন ২০১৬

পুঁজিবাজারে ৫৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দ্বিতীয় দিনের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে প্রায় ৫৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। তবে এদিন আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে বড় ব্যবধানে। নতুন তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজের দিনটিতে শেয়ার দর লেনদেন কমেছে। ফলে দ্বিতীয় দিনেই লোকসানে চলে গেল কোম্পানির বিনিয়োগকারীরা। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারে এই বাজারে লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে ১৪৮ কোটি ১৬ লাখ টাকার বা ৩১ শতাংশ লেনদেন কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪১ পয়েন্টে। বুধবারে ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ওষুধ এবং রসায়ন খাত। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯০ কোটি টাকা, যা মোট লেনদেনের ৪১ দশমিক ২৬ ভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে জ্বালানি এবং শক্তি খাত। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭০ কোটি ৬৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৫ দশমিক ২৮ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি টাকা, যা মোট লেনদেনের ৮ দশমিক ৪১ ভাগ। লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বিডি, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, মোজাফফর হোসেন স্পিনিং, ব্র্যাক ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ফারইস্ট নিটিং, রিজেন্ট টেক্সটাইল ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আরএন স্পিনিং, সমতা লেদার, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, একমি ল্যাবরেটরিজ, সাইফ ফাওয়ার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, প্রগ্রেসিভ লাইফ ও ন্যাশনাল লাইফ মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সাইফ পাওয়ার টেক ও শাহজিবাজার পাওয়ার।
×