ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমরা একটি মাইলফলক স্পর্শ করেছি ॥ হিলারি

প্রকাশিত: ০৪:০০, ৯ জুন ২০১৬

আমরা একটি মাইলফলক স্পর্শ করেছি ॥ হিলারি

ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে তিনিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে একটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেলেন। মঙ্গলবার তার এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপি, বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের। ‘আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা একটি মাইলফলক স্পর্শ করেছি’ মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিন নেভি ইয়ার্ডে নমিনেশন চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় ২,৩৮৩টি ভোট নিশ্চিত হয়ে যাওয়ার পর হর্ষোৎফুল্ল দলীয়কর্মী সমর্থকদের প্রতি এভাবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন হিলারি। এর আগে নিউজার্সি প্রাইমারি জিতে তিনি পার্টি থেকে নমিনেশন নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এই প্রথম কোন একটি বড় রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একজন নারী নমিনেশন পেলেন’। ছয়টি অঙ্গরাজ্যে এদিন প্রাইমারি হয়। এরমধ্যে ক্যালিফোর্নিয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ রাজ্যেও জয় পান হিলারি। প্রতিপক্ষ ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারস ক্যালিফোর্নিয়ায় জিতবেন বলে আশাবাদী ছিলেন। কারণ জনমত জরিপগুলো তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল। হিলারির জন্য মনোনয়ন লড়াই এবারই প্রথম নয়। আট বছর আগে তিনি বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত হেরে যান। সেদিক থেকে দেখতে গেলে এটি হিলারির ১৬ বছর প্রচেষ্টার ফসল। যেমন তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘ অনেক দীর্ঘ একটি যাত্রার পরিসমাপ্তি ঘটলো আজ রাতে’। নিউজার্সিতে জয়লাভের পর হিলারি টুইটারে লেখেন, ‘প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে বড় কিছু হওয়ার। যা আপনি স্বপ্ন দেখেন তাই আপনি হতে পারেন, এমনকি প্রেসিডেন্টও।’ প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হিলারি মন্তব্য করেন যে, তিনি প্রেসিডেন্ট পদের জন্য ‘মনস্তাত্ত্বিকভাবে পুরোপুরি অযোগ্য’। হিলারি আরও বলেন, শক্তি প্রদর্শনকারী দাম্ভিকের কাছে মাথানত না করার জন্য তার মা তাকে উপদেশ দিয়েছিলেন। তিনি মনে করেন, এটি যথার্থই একটি ভাল উপদেশ ছিল। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি প্রতিপক্ষ স্যান্ডারসের প্রতি শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন। স্যান্ডারসের ভিন্ন ধারার রাজনীতির প্রশংসা করে হিলারি বলেন, এটি পার্টি ও দেশকে সমৃদ্ধ করবে। দলের মনোনয়ন নিশ্চিত হওয়ায় হিলারিকে অভিনন্দন জানিয়েছেন ওবামা। বৃহস্পতিবার ওবামা দেখা করবেন স্যান্ডারসের সঙ্গে। স্যান্ডারস এখনও হাল ছাড়েননি।
×