ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিউ রিসার্চ জরিপ

ইউরোপজুড়ে ইইউ বিরোধী প্রবণতা বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ৯ জুন ২০১৬

ইউরোপজুড়ে ইইউ বিরোধী প্রবণতা বেড়েছে

ইউরোপজুড়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রবণতা বেড়েছে। যুক্তরাজ্য ইইউতে থাকবে কিনা তা নিয়ে ব্রিটেনে গণভোটের মাত্র দুই সপ্তাহ আগে করা নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে। আগামী ২৩ জুন ব্রিটেনে এই গণভোট অনুষ্ঠিত হবে। খবর বিবিসির। খবর বিবিসি ও টেলিগ্রাফের। পিউ রিসার্চ সেন্টারের করা এই জরিপে দেখা গেছে, ইইউভুক্ত ১০টি দেশের ৫১ শতাংশ নাগরিক এখনও ইইউতে থাকার পক্ষে। অপরদিকে ৪২ শতাংশ চায়, তাদের দেশকে আরও ক্ষমতা দেয়া হোক। অপর এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইউরোপীয়ই চায়, যুক্তরাজ্য ইইউতে থাকুক। পিউ রিসার্চ সেন্টারের জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউয়ের সঙ্গে ক্রমবর্ধমান হতাশা শুধু যুক্তরাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রীস, ফ্রান্স ও স্পেনে ইউরোপবিরোধী সংখ্যাগরিষ্ঠ মনোভাব রয়েছে। ইইউভুক্ত গুরুত্বপূর্ণ দেশগুলোর উল্লেখযোগ্য সংখ্যালঘুরাসহ দুই-তৃতীয়াংশ ব্রিটিশ ও গ্রীকদের সঙ্গে ইউরোপ জুড়েই ইইউবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। তারা চায়, ব্রাসেলস থেকে তাদের দেশের সরকারকে আরও ক্ষমতা দেয়া হোক। মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, গ্রীসের ৭১ শতাংশ ও ফ্রান্সের ৬১ শতাংশ লোক ইইউ’র প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। ২০১৫ ও ২০১৬ সালের করা জরিপে দেখা গেছে, ছয়টি দেশের মধ্যে পাঁচটি দেশেই ইইউ’র প্রতি সহায়ক মনোভাব কমেছে। এরমধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি ১৭ শতাংশ কমেছে। এছাড়া স্পেনে ১৬ পয়েন্ট, যুক্তরাজ্যে ৮ পয়েন্ট ও ইতালিতে ৬ পয়েন্ট সমর্থন কমে গেছে। চলতি বছর ৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত করা জরিপে ইইউভুক্ত ১০টি দেশের ১০ হাজার ৪৯১ জন লোক অংশ নেয়। সোমবার প্রকাশিত অপর এক জরিপে দেখা গেছে, জার্মানির সবচেয়ে বেশি সংখ্যক লোক মনে করে, যুক্তরাজ্যের ইইউতে থাকা উচিত। দেশটির ৭৯ শতাংশ লোক ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে, অপরদিকে মাত্র ১৫ শতাংশ লোক এর বিপক্ষে। ফিনল্যান্ড ও চেক রিপবালিকের ৬২ শতাংশ ইইউতে থাকার পক্ষে মত দিয়েছে। ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বুধবার ভোরে নর্থ মালুকু প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৮টি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়েছে। খবর ওয়েবসাইটের। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র টেলিফোনে সিনহুয়াকে বলেন, বাতাং দুয়া সাব-ডিস্ট্রিক্টে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুতোপো পুরোউ নুগরোহোর কাছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ১৮টি বাড়ির মধ্যে ৪টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া কার্যালয় থেকে সিনহুয়াকে টেলিফোনে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় ভোরে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে সুনামির কোন আশঙ্কা নেই এবং কোন হতাহতের ঘটনাও ঘটেনি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ মালুকু প্রদেশ থেকে ১২৪ কিলোমিটার উত্তর-পশ্চিম তেরনাটে সমুদ্রতলের নিচে ৫৮ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫।
×