ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মা থেকে শিশুর এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সফল থাইল্যান্ড

প্রকাশিত: ০৩:৫৮, ৯ জুন ২০১৬

মা থেকে শিশুর এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সফল থাইল্যান্ড

মা থেকে শিশুর দেহে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে সফলতা অর্জন করেছে থাইল্যান্ড। এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডের গবেষকরাই প্রথম এ বিষয়ে সফল হলেন। দেশটিতে এইডস রোগ ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়েছে। তাই গবেষকদের এই অর্জনকে মাইলফলক আখ্যা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বুধবার থাইল্যান্ডকে মা থেকে শিশুর দেহে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে সফল বলে ঘোষণা করে। সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি একটি ‘উল্লেখযোগ্য অর্জন’। থাইল্যান্ডে খুবই উচ্চমাত্রায় এইচআইভি সংক্রমণ বিদ্যমান এবং দেশটিতে এইডস রোগীর সংখ্যাও অনেক। এই ঘোষণা দেশটির স্বাস্থ্যকর্মীদের জন্য এক বড় সুসংবাদ। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিল। থাইল্যান্ড ছাড়া আর্মেনিয়া ও বেলারুশকে এদিন মা থেকে শিশুর দেহে এইচআইভি সংক্রমণ মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে এই দুটি দেশে এইচআইভি ভাইরাসের উপস্থিতি যথেষ্ট কম। তাই দেশ দুটোর ক্ষেত্রে এই অর্জন খুব বড় ঘটনা নয়। এর আগে গত বছর জুলাইতে কিউবা এই সাফল্য অর্জন করে। থাইল্যান্ডে এইচআইভি আক্রান্ত মায়েদের রুটিন মাফিক স্ক্রিনিং ও সার্বজনীন বিনামূল্যে ওষুধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই ভাইরাস ছড়ানো বন্ধে বিশেষ ভূমিকা রেখেছে। গর্ভধারণ, জন্মদান ও স্তন্যদানের সময় নারীদের চিকিৎসকদের পর্যবেক্ষণের বাইরে রাখা হলে শতকরা ১৫ থেকে ৪৫ শতাংশ ক্ষেত্রে শিশুর দেহে এইচআইভি সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভাবস্থায় এ্যান্টি রিট্রোভাইরাল ওষুধ মা থেকে শিশুতে এইচআইভি না ছড়াতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করেছে। এই হার এখন এক শতাংশের মতো। এইচআইভি বহনকারী গর্ভবতী নারীরা ২০০০ সাল থেকে এ্যান্টি রিট্রোভাইরাল ওষুধ বিনামূল্যে পেয়ে এসেছেন। এছাড়া তারা দেশের দুর্গম এলাকায় থাকলেও নিয়মিত স্ক্রিন টেস্টের আওতায় নিয়ে আসা হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে। এইচআইভি বহনকারী মায়েদের থেকে শিশুদের এই ভাইরাস সংক্রমিত হার যেখানে ২০০০ সালে ছিল ১০০০ সেটি এখন ৮৫তে নেমে এসেছে বলে সরকারী পরিসংখ্যানে জানান হয়েছে। দেশটিতে বর্তমানে এইচআইভি বহনকারীর সংখ্যা ৫ লাখের মতো বলে জাতিসংঘের ওই সংস্থার হিসেবে বলা হয়েছে। -এএফপি
×